18 C
Dhaka
ফেব্রুয়ারি ৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ঢাকা দূর্ঘটনা নারী ও শিশু প্রশাসন

ফকিরাপুলের এক নম্বর গলিতে তরুণীর লাশ

অনলাইন ডেস্ক:

রাজধানীর ফকিরাপুল এলাকায় এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। তাঁর নাম অপরা আক্তার লুসি (২৪)।

সোমবার বিকেলে ফকিরাপুলের এক নম্বর গলিতে তাঁর লাশ পড়েছিল। ভবনের ওপর থেকে ফেলে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ফকিরাপুলের এক নম্বর গলিতে ঢোকার মুখে আটতলা ও পাঁচ তলা ভবন রয়েছে। এই দুটি ভবনের মধ্যে ফাঁকা জায়গায় সোমবার বিকেলে এক তরুণীর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ওই তরুণী পাশের সড়কে এক বাসায় থাকতেন। গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। প্রাথমিকভাবে নিহত ওই তরুণী সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) জামাল হোসেন বলেন, ফকিরাপুলের এক নম্বর সড়কে ২২১ নম্বর বাড়ির পাশে লুসি নামে একটি মেয়ের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, পাশের কোনো ভবন থেকে তাঁকে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে এখন তথ্য সংগ্রহ করা হচ্ছে।

সম্পর্কিত পোস্ট

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official

পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্ট ৪৪.৯ শতাংশ মানুষ

banglarmukh official

সাভারে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, নিহত ৩

banglarmukh official

ফের ৩ দিনের রিমান্ডে সাবেক আইজিপি মামুন

banglarmukh official