অনলাইন ডেস্ক ::: রাজধানীর তেজগাঁওয়ে মাদক কারবারির অভিযোগে ছয় নারীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন এ তথ্য জানান।
তারা হলেন- সোনিয়া আক্তার (২৭), মোছাম্মৎ মালনি (২৪), মোছাম্মৎ সুবর্ণা (১৯), সোহাগী বেগম (২৩), মোছাম্মৎ মিম (২৩) এবং সালমা। তাদের প্রত্যেকের বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা ছিল।
তিনি বলেন, গ্রেফতার ছয়জন তেজগাঁওয়ের চিহ্নিত মাদক কারবারি। তারা ঘুরে ঘুরে ফেরি করে মাদক বিক্রি করতেন। তেজগাঁও এলাকায় বসবাস করলেও তাদের মাদক ব্যবসা বিভিন্ন স্থানে বিস্তৃত। মূলত রাজধানীর কমলাপুর, শ্যামলী, কারওয়ান বাজার ও মহাখালী রেললাইন কেন্দ্রিক মাদক ব্যবসায় জড়িত।
তাদের প্রত্যেকেই একাধিকবার গ্রেফতার হয়েছেন। কিন্তু প্রতিবারই জামিনে বের হয়ে আবারও মাদক কারবারিতে জড়িয়ে পড়েন বলে জানান তেজগাঁও থানার ওসি।
তিনি জানান, গ্রেফতার সালমার বিরুদ্ধে ১১টি, মিমের বিরুদ্ধে ৫টি, সোহাগীর বিরুদ্ধে ৪টি, সোনিয়ার বিরুদ্ধে ২টি, মালনির বিরুদ্ধে ২টি এবং সুবর্ণার বিরুদ্ধে একটি মামলা রয়েছে।