স্টাফ রিপোর্টার/শামীম ইসলাম:
যার চিন্তা চেতনা জুড়ে শুধুই বরিশাল সদর উপজেলার উন্নয়ন পরিকল্পনা। সেই যুবকটি দীর্ঘদিন ধরে বরিশাল সদর উপজেলার বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন কোনো স্বার্থ ছাড়াই। অসহায় মানুষদের খুঁজে খুঁজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের অসহায়ত্বের কথা তুলে ধরেছেন সমাজের কাছে। সমাধানেরও শত ভাগ চেষ্টা করেছেন।
সেই যুবক হচ্ছেন, তরুণ সমাজ সেবক সাবেক ছাত্রলীগ নেতা ইমরান শহীদ চপল। কখনো তাকে দেখা গেছে অসহায় রোগীর পাশে থেকে সকল ধরনের সেবা করতে। আবার কখনো দেখা গেছে গৃহহীনের গৃহের ব্যবস্থা করে দিতে। আবার কখনো বৃক্ষ রোপণ করতে দেখা গেছে আপন মনে। সর্বোপরি তিনি সব সময়ই রয়েছেন অসহায় মানুষদের পাশে। ইমরান শহীদ চপল মনে করেন এলাকার উন্নয়ন করতে হলে সরকার সংশ্লিষ্ট একটি বিশেষ স্থানে অবস্থান করা প্রয়োজন।
জনপ্রতিনিধি না হলে এলাকার সকল উন্নয়ন ব্যক্তি উদ্যোগে করা সম্ভব হয় না। বরিশাল সদর উপজেলাকে নিয়ে স্বপ্নবাজ এই মানুষটির রয়েছে নানা ধরনের ব্যতিক্রমী উন্নয়ন পরিকল্পনা। যার বাস্তবায়ন ঘটাতে পারলে সত্যিই বরিশাল সদর উপজেলার অনেক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। তাই আসন্ন এ উপজেলা পরিষদ নির্বাচনে বরিশাল সদর উপজেলায় ভাইস-চেয়ারম্যান পদে লড়তে চান তরুণ এ সমাজ সেবক ইমরান শহীদ চপল।
উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নামার খবরে বিশেষ করে এলাকার তরুণ ভোটারদের মাঝে তাকে ঘিরে শুরু হয়েছে উৎসাহ-উদ্দীপনা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইমরান শহীদ চপলকে নিয়ে চলছে নানা সম্ভাবনার কথা। ইমরান শহীদ চপল ছাত্র জীবনে বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার মহানগর সাধারন সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল কোতয়ালী শাখার সভাপতি হিসেবে দ্বায়িত্ব পালন করছেন।
অবহেলিত এ এলাকার নানান সমস্যা-সম্ভাবনা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন তিনি। আর এ ধরনের সামাজিক কর্মকান্ডে সম্পৃক্ততার কারণে ছোট বড় সব শ্রেণী-পেশার মানুষের সঙ্গে রয়েছে তার সুসম্পর্ক। নিজের প্রার্থীতার বিষয়ে ইমরান শহীদ চপল তার প্রতিক্রিয়ায় বলেন, দেশকে এগিয়ে নিতে বর্তমান সরকার তারণ্যকে প্রাধান্য দিচ্ছেন বেশি। সম্মৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ গড়তে যুব সমাজ ও তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। আমার ইচ্ছা বরিশাল সদর উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তরিত করা। বরিশাল সদর উপজেলার সকল ধরনের সম্ভাবনাকে কাজে লাগাতে চাই। শিক্ষা, সংস্কৃতি, বিনোদন, যোগাযোগ ব্যবস্থা ও পরিকল্পিত উন্নয়নকে এক ধাপ এগিয়ে নিতে আমি সমাজের একজন সেবক হিসেবে কাজ করতে চাই।