বরিশালে জেলি মিশ্রিত ২০ কেজি চিংড়িসহ জাহাঙ্গীর হোসাইন নামে এক ব্যক্তি আটক হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় নগরীর নথুল্লাবাদ বাজারে মৎস্য অধিদপ্তর এবং এপিবিএন’র যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক জাহাঙ্গীর নগরীর পলাশপুর এলাকার বাসিন্দা। জেলি মিশ্রিত ওই চিংড়ি সে নগরীর পোর্ট রোডের মোকাম থেকে কিনে নিয়েছিল বলে মৎস্য কর্মকর্তাদের জানিয়েছে।
বরিশাল মৎস্য বিভাগের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, জেলি মিশ্রিত চিংড়িসহ জাহাঙ্গীরকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী অভিযুক্ত জাহাঙ্গীরকে ৫ হাজার টাকা জরিমানা করেন।