বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন সংক্রমন প্রতিরোধে বরিশালে বিএমপি ট্রাফিক পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরীর প্রবেশদ্বার রুপাতলী বাস টার্মিনাল ও আমতলার মোড় এলাকায় যানবাহন চালক,যাত্রী, শ্রমিক ও সাধারন পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ট্রাফিক শেখ মো. সেলিম ।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএমপি ট্রাফিক পুলিশের টি আই আঃ রহিম, টি আই বিদ্যুৎ চন্দ্র দে, সার্জেন্ট সিদ্দিকুর রহমান সহ ট্রাফিক পুলিশের সদস্যরা।