এপ্রিল ২১, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
অপরাধ আন্তর্জাতিক নারী ও শিশু প্রচ্ছদ

ভারতে ৮ মাসের শিশুকে ধর্ষণ করল আত্মীয়!

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ধর্ষণ নামক ভয়ানক ব্যধির কবল থেকে রক্ষা পেল না ৮ মাসের শিশুটিও। ২৮ বছর বয়সী এক নিকট আত্মীয়ের এই নির্মমতার শিকার হয়ে এখন দিল্লির একটি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে শিশুটি।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে শিশুটির মা একজন বেবি সিটার। শিশুটি যখন ধর্ষণের শিকার হয় তিনি তখন নিজ কাজে ছিলেন। শিশুটির ওই নিকটাত্মীয় এ ফাঁকে শিশুটিকে নিয়ে খেলাধুলার ছলে তাকে ধর্ষণ করে।

এদিকে টাইমস নাও স্থানীয় পুলিশের বরাত দিয়ে জানিয়েছে, রবিবার ঘটনাটি ঘটলেও স্থানীয় গণমাধ্যমে প্রকাশের পর সোমবার তা প্রকাশ্যে আসে। এ ঘটনায় জড়িত ২৮ বছরের ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পরই দিল্লি নারী কমিশনের প্রধান স্বাতি মালওয়াল হাসপাতালে শিশুটিকে দেখতে আসেন।

পরে তিনি এক টুইটে জানান, হাসপাতালে শিশুটির তিন ঘণ্টায় অস্ত্রোপচার করা হয়েছে। তার গোপনাঙ্গ ভয়ংকর ক্ষতি হয়েছে। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সে এখন নিবিড় পরিচর্চা কেন্দ্রে (আইসিইউ) আছে।

টুইটে স্বাতি আরও লিখেছেন- ‘কী করো, দিল্লিতে আজ যখন আট মাসের একটি মেয়ে ধর্ষণের শিকার হয়, তখন মানুষ ঘুমায় কী করে?

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official