রাজধানীর ইস্টার্ন প্লাজায় নকল ও ক্লোন করা মোবাইল সেট বিক্রির দায়ে একাধিক ব্যবসায়ীকে ১৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়েছে।
বুধবার বিকেল থেকে হাতিরপুল এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম এ অভিযান পরিচালনা করেন।অভিযানে জরিমানা করা দোকানগুলোর মধ্যে রয়েছে- সাবা ইলেকট্রনিক, আইটেল মোবাইল (জেনারেল ইলেকট্রনিক), এক্সপেরিয়ান্স, তিশা টেলিকম, আল ইসলাম মোবাইল গার্ডেন, কবির টেলিকম, রিফাত এন্টারপ্রাইজ, সামিয়া এন্টারপ্রাইজ, আপন টেলিকম, এক্সচেঞ্জ হাটসহ আরও বেশ কয়টি দোকান।
অভিযান পরিচালনার সময় সারোয়ার আলম বলেন, নকল ও ক্লোন করা, হুবহু নকল করে আইএমই নম্বর বসানো- এসব মোবাইল সেট নিরাপত্তাহীনতার একটি কারণ। এর মাধ্যমে জঙ্গিবাদসহ যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতে পারে।তিনি আরও বলেন, অভিযানে বিভিন্ন দোকানে নকল ও ক্লোন করা, হুবহু নকল করে আইএমই নম্বর বসিয়ে মোবাইল সেট বিক্রি হয়ে আসছে। এসব মোবাইল সরল বিশ্বাসে সাধারণ ক্রেতা কেনার পর খুব অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যায়।