এপ্রিল ২৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন রাজণীতি

সবচেয়ে বড় চমক,নতুন মন্ত্রিসভায় নেই প্রধানমন্ত্রীর ‘আত্মীয়-স্বজনরা কেউ’

টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা আজ সোমবার বিকাল সাড়ে ৩ টায় শপথ নেন।রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

রবিবার বিকালে প্রধানমন্ত্রীসহ ৪৭ জনের মন্ত্রিসভার সদস্যদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলন। এঁদের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মন্ত্রী ২৫ জন, প্রতিমন্ত্রী ১৯ জন ও তিনজন উপমন্ত্রী হবেন। টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রী হবেন তিনজন। তবে নতুন মন্ত্রিসভায় স্থান পাননি প্রধানমন্ত্রীর কোন আত্মীয় স্বজন।

বিগত মন্ত্রিসভাতেও প্রধানমন্ত্রীর বেয়াই ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মন্ত্রিসভায় ছিলেন। প্রথম দফায় তিনি প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ের দায়িত্বে ছিলেন। দ্বিতীয় মেয়াদে, তাকে সৈয়দ আশরাফুল ইসলামকে সরিয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়। এবার মন্ত্রিসভায় তাকে বাদ দেয়াটাকে অনেকে বলছেন অবিশ্বাস্য।

একই সঙ্গে গোপালগঞ্জ-২ থেকে নির্বাচিত শেখ ফজলুল করিম সেলিম তৃতীয় বারের মতো মন্ত্রিত্ব বঞ্চিত হলেন। ১৯৯৬ সালে প্রথম মেয়াদে শেখ সেলিম স্বাস্থ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও মন্ত্রীসভায় স্থান পাননি প্রধানমন্ত্রীর পরিবারের ৯ সদস্যের কেউই। তারা হলেন- ঢাকা-১০ শেখ ফজলে নূর তাপস, বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, মাদারীপুর-১ নূর-ই-আলম চৌধুরী লিটন, বরিশাল-১ আবুল হাসনাত আব্দুল্লাহ, বাগেরহাট-২ শেখ সারহান নাসের তন্ময় ও খুলনা-২ শেখ সালাউদ্দিন জুয়েল।

প্রসঙ্গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ২৮৮টি আসনে নিরঙ্কুশ জয় পায়। এর মধ্যে ২৫৯টি আসন পায় আওয়ামী লীগ।আর বিএনপি জোট জয়ী হয় মাত্র ৭টি আসনে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

২০২৬ সালেই বাংলাদেশকে এলডিসি থেকে উত্তরণ করা হবে

banglarmukh official