এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল সাংবাদিক বার্তা

নিউজ এডিটরস্ কাউন্সিলের নির্বাচন:সভাপতি-মেহেদী – সম্পাদক রাকিব

উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে বৃহত্তর বরিশালের স্থানীয় দৈনিক পত্রিকার বার্তা সম্পাদকদের সংগঠন নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৮ই ফেব্রুয়ারী) নগরীর অশ্বিনী কুমার টাউন হলে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সংগঠনের সদস্যরা ব্যাপক উৎসাহ উদ্দিপনায় ভোটাধিকার প্রয়োগ করেন।

গতকাল দুপুর সাড়ে ১২টায় নির্বাচনী ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বিধান সরকার। এ সময় নির্বাচন কমিশনার আরিফুর রহমান ও আমিনুল শাহিন উপস্থিত ছিলেন।

নির্বাচনে ১৪ ভোট পেয়ে সভাপতি পদে সৈয়দ মেহেদী হাসান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হাসিবুল ইসলাম পেয়েছেন ৭ ভোট। ১১ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন খন্দকার রাকিব। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রিয়াজ পাটওয়ারী পেয়েছেন ১০ ভোট। ১৪ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে রিপন হাওলাদার নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি হুমায়ুন কবির রোকন পেয়েছেন ৭ ভোট। একই সাথে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৫ জনের নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনার। এরা হলেন, সহ-সভাপতি এম কে রানা, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরিফ হোসেন, কোষাধ্যক্ষ তানভির হাসান আকিব, দপ্তর সম্পাদক আল-আমীন গাজী ও ক্রীড়া সম্পাদক মজিবর রহমান নাহিদ।

এদিকে নিউজ এডিটরস্ কাউন্সিল বরিশালের নির্বাচন উপলক্ষে সকাল থেকেই উৎসব মূখর পরিবেশ ছিল অশি^নী কুমার হল চত্বরে। নির্বাচন পর্যবেক্ষণ করেন বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি কাজী আবুল কালাম আজাদ, কোতয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ নুরুল ইসলাম, সাংবাদিক আলী জসিম, গোপাল সরকার, শামীম আহমেদ, এম জহির সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official