নিউজ ডেস্ক:
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে গত শনিবার কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বরিশালের ৯টি উপজেলার দলীয় চেয়ারম্যন প্রার্থীর নাম ঘোষনা করা হয়।
এছাড়া বরিশাল সদর উপজেলায় সাইদুর রহমান রিন্টু, বাকেরগঞ্জ উপজেলায় মোহাম্মদ আলম, বাবুগঞ্জ উপজেলায় কাজী ইমদাদুল হক, বানারীপাড়ায় মোঃ গোলাম ফারুক, উজিরপুর উপজেলায় আব্দুল মজিদ সিকদার (বাচ্চু), গৌরনদী উপজেলায় সৈয়দা মনিরুন নাহার মেরী, আগৈলঝাড়া উপজেলায় আব্দুর রইস সেরনিয়াবাত, মুলাদী উপজেলায় তারিকুল ইসলাম খাম(মিঠু), হিজলা উপজেলায় সুলতানমাহমুদ।
গত শনিবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভায় বরিশাল বিভাগ সহ সকল বিভাগের উপজেলা চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন।