20 C
Dhaka
ফেব্রুয়ারি ৮, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল রাজণীতি

বরিশালে গৌরনদীতে ইউপি সদস্যের বাড়িতে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নিউজ ডেস্ক:

বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়ন যুবলীগের সদস্য ও ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য করিম লস্করের বসত ঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

শুক্রবার ভোররাতে দুর্বৃত্তদের আগুনে ঘরের আংশিক ভষ্মীভূত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত কাউকে শনাক্ত করতে পারেনি।

বার্থী গ্রামের বাসিন্দা ইউপি সদস্য করিম লস্কর অভিযোগ করেন, বৃহস্পতিবার দিবাগত রাতে তিনি ও তার পরিবারের সদস্যরা রাতের খাবার খেয়ে রাত সাড়ে ১১টার দিকে ঘুমিয়ে পড়েন।

ভোররাত ৪টার দিকে কে বা কারা তার বসতঘরে অগ্নিসংযোগ করলে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে।

এ সময় তার ছোট ভাই রহিম লস্কর আগুনের উত্তাপে ঘুম থেকে জেগে ডাকচিৎকার করলে প্রতিবেশীরা সহায়তায় এগিয়ে আসে। খবর পেয়ে গৌরনদী সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মো. হারিছুর রহমান হারিছ, বার্থী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল রাজ্জাক হাওলাদার, সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান শাহ্জাহান প্যাদাসহ নেতৃবৃন্দ এবং থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গৌরনদী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেবে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণ জানালেন রিজভী

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

পূর্বাচলে হাসিনা পরিবারের প্লট নিয়ে দুদকের অনুসন্ধান শুরু

banglarmukh official

বিএনপিতে আ.লীগ নেতাকর্মীদের যোগদান প্রসঙ্গে যা বললেন মির্জা ফখরুল

banglarmukh official