বরিশালে গণটিকার কার্যক্রম দ্বিতীয় দিনের মত চলছে। স্বাস্থ্য বিভাগের উপ পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, ইচ্ছা আছে ১ম ডোজের টিকা
দিতে টার্গের ৭৮ লাখ ১৬ হাজা জনতাকে দেয়ার। গেল দিন গণটিকার আওয়ায় বিভাগের ৬ জেলায় ১ম ডোজ ৬ লাখ ৭৯ হাজার এবং দ্বিতীয় ডোজের টিকা দিয়েছেন ২৭ হাজার ২ জনকে।
গণটিকার বেলায় শিক্ষার্থীদের ফাইজার আর অন্যদের সিনোভ্যাকের টিকা দেয়া হচ্ছে। এজন্য প্রতি ইউনিয়নে ৩টি কেন্দ্র, পৌরসভার প্রতি ওয়ার্ডে ১ টি করে কেন্দ্র এবং সিটি কর্পোরেশনে প্রতি ওয়ার্ডে ৯টি করে টিকা প্রদান কেন্দ্র রয়েছে।
এর পাশাপাশি উপজেলা এবং জেলা পর্যায়ের স্বাস্থ্য কেন্দ্র এবং ভ্রাম্যমান কেন্দ্র থেকে গণটিকা দেয়া হয়। যারা চলাচলে অক্ষম মিটি কর্পোরেশন এলাকায় তাদের বাড়িতে গিয়ে টিকা দেয়া হচ্ছে। এক্ষত্রে নগরীতে রেডক্রিসেন্টের ৬০ জন স্বেচ্ছাসেবী কাজ করছে। গত দিন টিকা দেয়া হয়েছে রাত সাড়ে ৯টা অবধি পর্যন্ত।