বরিশালে নূরানী অফসেট প্রেসের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বাদ আছর নগরীর কালিবাড়ি রোডস্থ রাখাল বাবুর পুকুর পাড় সংলগ্ন দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও তাজকাঠির নূরানী প্রশিক্ষন কেন্দ্রের সহকারী পরিচালক মাওলানা মোঃ রফিউদ্দিন নজরুলের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন বরিশালের তাজকাঠির নূরানী প্রশিক্ষন কেন্দ্রের পরিচালক মাওলানা মোঃ আব্দুল কাদের। এছাড়াও আলেম ওলামাসহ বিভিন্ন ছাপাখানার স্বত্তাধিকারী ও কর্মকচারীরা উপস্থিত ছিলেন। নূরানী অফসেট প্রেস নতুন এ প্রতিষ্ঠানটি মানুষের সেবায় নাগালের মধ্যে সর্বোচ্চ সেবা দানকারী প্রতিষ্ঠান হিসেবে রুপ নিবে বলে প্রত্যাশা অতিথীদের। প্রতিষ্ঠানটি উদ্বোধন হওয়ায় আলেম ওলামাসহ সর্ব মহলে প্রশংসিত হয়েছে এর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি সেবাবান্ধব প্রতিষ্ঠান হিসেবে অগ্রগতি লাভ করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন স্বত্বাধিকারী মাওলানা মোঃ রফিউদ্দিন নজরুল। এবিষয়ে তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।