বরিশাল সরকারি বিএম কলেজের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ১০টায় বিএম কলেজের আন্তঃবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর শফিকুর রহমান শিকদার। এসময় উপস্থিত ছিলে উপাধাক্ষ্য স্বপন কুমার পাল, বরিশাল ২ আসনের সাবেক সাংসদ ও বরিশাল জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক তালুকদার মোঃ ইউনুস।
ক্রিকেট টুর্নামেন্টের প্রথম ম্যাচেই বিশাল ব্যাবধানে জয় পেয়েছে সরকারি বিএম কলেজের ঐতিহ্যবাহী বিভাগ রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। উদ্বোধনী ম্যাচে সকাল ১১টায় সরকারি বিএম কলেজের একাদশ শ্রেনির বিজ্ঞান শাখার সাথে খেলতে নামে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। ম্যাচের প্রথমার্ধে ১০ ওভার শেষে ৫৬ রান করে মাঠ ছাড়ে একাদশ শ্রেনির বিজ্ঞান বিভাগ। দ্বিতীয় অংশে মাঠে নেমেই মাত্র এক উইকেট খরচ করে হাতে নয় উইকেট রেখেই বিশাল ব্যবধানে জয় পায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। প্রথম ম্যাচেই সাফল্যের দেখা পেয়ে উল্লাস প্রকাশ করে বিজয় মিছিল করেন দর্শক সাড়িতে থাকা শিক্ষার্থীরা।
এছাড়াও শিক্ষার্থীদের উৎসাহ দিতে সার্বক্ষনিক মাঠে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর খান মোঃ গাউস মুসাদ্দিক, সহযোগী অধ্যাপক মামুনুর রশীদ, সহযোগী অধ্যাপক আকতার উদ্দিন চৌধুরী, সহকারী অধ্যাপ কানিজ ফাতেমা, সহকারী অধ্যাপক এম.এম. তারিকুজ্জামান, প্রভাষক সেকান্দার তানভীর। এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী মোকলেসুর রাহমান মনি সহ বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।