এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আদালতপাড়া জেলার সংবাদ প্রশাসন বরিশাল

বরিশালে স্ত্রী নির্যাতন মামলায় এএসআই জেলহাজতে

যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) কারাগারে পাঠিয়েছেন আদালত। ইসা খান নামের এই পুলিশ কর্মকর্তা ভোলা পুলিশ লাইনসে কর্মরত।

বৃহস্পতিবার ইসা খান বরিশালের নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. আবু শামীম আজাদ আবেদন নামঞ্জুর তাঁকে কারাগারে পাঠান।

আদালত সূত্র জানায়- ২০১৭ সালের ২১ অক্টোবর পারিবারিকভাবে শাহনাজ আফরোজের সঙ্গে পটুয়াখালীর মোহাকাঠি গ্রামের ইসা খানের বিয়ে হয়। বিয়ের সময় স্বর্ণালংকার ছাড়াও ইসাকে মোটরসাইকেল কেনার জন্য নগদ আড়াই লাখ টাকা দেয় শাহনাজের পরিবার। সাত মাস ভালোই চলছিল তাঁদের দাম্পত্য জীবন। এর মধ্যে সন্তান সম্ভবা হন শাহনাজ আফরোজ। ওই সময় ইসা খান আরও পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করেন। শাহনাজের পরিবারের লোকজন টাকা দিতে অস্বীকৃতি জানালে শাহনাজকে মারধর করে তাড়িয়ে দেওয়া হয়।

পরবর্তীতে ২০১৮ সালের ৯ নভেম্বর বরিশাল পুলিশ লাইনসে ইসা খানের বাসভবনে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা হলে তাও ব্যর্থ হয়। সেখানে বসে পুনরায় মারধর করায় শাহনাজের গর্ভপাত ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলে শাহনাজকে নিয়ে সংসার করার কথা বলে অভিযোগ তুলে নেওয়ায় ইসা।

সর্বশেষ গত বছরের ১০ আগস্ট অসুস্থতার জন্য শাহনাজ তাঁর ভাইয়ের বাসায় গেলে সেখানে গিয়ে পুনরায় যৌতুকের দাবিতে তাঁকে মারধর করেন ইসা। পুনরায় মীমাংসার চেষ্টা করলে রাজি না হওয়ায় গত ১ জানুয়ারি স্বামী ও তার দুই ভাইকে অভিযুক্ত করে আদালতে মামলা করেন শাহনাজ।

ওই মামলায় আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক ইসা খানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

শিশু আছিয়ার জানাজায় অংশ নিতে মাগুরায় মামুনুল-হাসনাত-সারজিস

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

অটোরিকশায় ছাত্রীর সঙ্গে অশোভন আচরণ, ভিডিও ভাইরাল

banglarmukh official