এপ্রিল ২২, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
করোনা প্রচ্ছদ বরিশাল

বরিশাল : ২৮৪ জনের করোনা শনাক্ত, একজনের মৃত্যু

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ২৮৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে একজনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ২০০ জন। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯ শতাংশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ডা. হুমায়ন শাহীন খান জানান, জেলাভিত্তিক তথ্যে গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় সর্বোচ্চ শনাক্ত হয়েছে ১০৮ জন। এ পর্যন্ত জেলায় আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৫০২ জন। সুস্থ হয়েছেন ১৮ হাজার ৭৯৬ জন। মোট মারা গেছেন ২৩২ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ২৩ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৪০ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছে ১০৯ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ২৬৫ জন। ভোলায় নতুন ২৮ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৬০৫ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৯২ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৯০৮ জন।

পিরোজপুরে নতুন ৪৬ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৩৮ জন। ২৪ ঘণ্টায় কারো মৃত্যু না হলেও মোট মারা গেছেন ৮৩ জন। নতুন করে কেউ সুস্থ না হলেও মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ৩১১ জন।

বরগুনায় নতুন ৩১ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩৫৭ জন। মোট মারা গেছেন ৯৯ জন। সুস্থ হয়েছেন ৩ হাজার ৮৯০ জন। ঝালকাঠিতে নতুন ৪৪ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩৬০ জন। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৭৫১ জন।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, গত ২৪ ঘণ্টায় ১৪৯ জনের নমুনা আরটিপিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ৫৯ জন পজিটিভ ও ৮৮ জন করোনা নেগেটিভ হয়েছেন। শনাক্তের হার ৩৯ দশমিক ৫৯ শতাংশ।

বরিশাল বিভাগের পটুয়াখালী জেলায় ২০২০ সালের ৯ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। সেই থেকে ২০২২ সালের সোমবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ৮০২ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৮৫ জন এবং সুস্থ হয়েছেন ৪৫ হাজার ৯২১ জন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official