অনলাইন ডেস্ক:
ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট এশ্লোগান নিয়ে অনাকাঙ্খিত গর্বধারন রোধকল্পে ও পরিবার পরিকল্পনা কার্যক্রমে অপূরনীয় চাহিদা পূরনের লক্ষ্যে প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা (পিত্রফপি) বিষয়ক অবহিতকরন কর্মশালা অনুষ্টিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০টায় নগরীর বিডিত্রস মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতি বরিশাল জেলা প্রশাসক ত্রস,ত্রম.অজিয়র রহমান চিকিৎসকদের উর্দ্যেশে শুভেচ্ছা বক্তব্যতে বলেন,আপনারা জীবন নিয়ে কাজ করেন কাজে কর্মে ভুল থাকতে পারে সেখান থেকে দ্রুত বেড় হয়ে আসতে হবে।সেবা প্রত্যাশী রোগীদের সাথে ভাল ব্যবহার করা হলে রোগীদের চিকিৎসকদের প্রতি আস্তা ফিরে আসবে।
আমাদের জনসংক্ষা অত্যাধিক হারে বেড়ে গেছে সরকার চিকিৎসা ক্ষেত্রে বিপুল অর্থ ব্যায় করেও ত্রর নিয়ন্ত্রন করতে পারছে না। তিনি আরো বলেন, প্রত্যোক রোগীদের মাঝে পরিবার পরিকল্পনার আন্দোলন গড়ে তুলতে হবে চিকিৎসকদের।
ত্রছাড়া আজ যারা কর্মশালা প্রশিক্ষনের মাধ্যমে সমাজের প্রতিচিস্থরে সু-চিকিৎসা সেবা প্রদান করার আহবান জানান তিনি। মনে রাখতে হবে আমাদের চিকিৎসা-সেবা কেন্দ্রে স্বাহ্য মানসম্মত পরিবেশ তৈরী করা ত্রখনই প্রয়োজন হয়ে পড়েছে।
ক্লিনিক্যাল কন্ট্রাসেপশন সার্ভিসেস ডেলিভারী প্রোগ্রাম,পরিবার পরিকল্পনা অধিদপ্তর ত্রর আয়োজনে ও বরিশাল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের বাস্তবায়নে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় স্বাহ্য পরিচালক ডাঃ মাহাবুবুর রহমান,বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন (ডিডি পিত্রফ) নিয়াজ মোঃ কামালী, বরিশাল জেলা সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন,ডাঃ হাওয়া আক্তার জাহান,ডাঃ সামসুল হক টুনু প্রমুখ।
কর্মশালা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আলহাজ্ব ডাঃ তৈয়েবুর রহমান।