এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ক্রিকেট খেলাধুলা জাতীয় প্রচ্ছদ রাজণীতি

শেখ হাসিনা স্টেডিয়ামের ডিজাইন প্রকাশ

পূর্বাচলে দেশের সবচেয়ে বড় স্টেডিয়াম তৈরির জন্য ৩৭.৪৯ একর জমি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিন বছরের মধ্যে সেখানে গড়ে উঠবে আর্ন্তজাতিক মানের স্টেডিয়াম। এই স্টেডিয়ামের নাম হবে শেখ হাসিনা স্টেডিয়াম।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামের ডিজাইন প্রকাশ করেছে বিসিবি।

এই স্টেডিয়াম নিয়ে সম্প্রতি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, ‘স্টেডিয়ামের পুরোটা করবে বিসিবি। আমরা নিজেরাই করব, নিজ খরচে করব। যেহেতু আমরা চাচ্ছি স্টেট অব আর্ট স্টেডিয়াম হবে। দেখার মতো একটা জায়গা হবে। আয়তন বেশি হবে। এটার ডিজাইনের কারণে খরচ বেশি হবে। আমরা চাইছি এটা একটা আইকনিক কিছু করব। যার দর্শক ধারণ ক্ষমতা হবে কমপক্ষে ৫০ হাজার। এই স্টেডিয়ামের সঙ্গে একাডেমি থেকে শুরু করে ইনডোর, সুমিং পুল, জিমনেশিয়াম যা যা লাগে সব করা হবে। সঙ্গে পাঁচ তারকা মানের একটা হোটেলও সেখানে চাচ্ছি।

নতুন স্টেডিয়াম তৈরির জন্য প্রথমে বিসিবিকে ১৭ একর জমি দিতে চেয়েছিল জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু বিসিবির চাওয়া ছিল ৩০ একর। দুই পক্ষের মতবিরোধ নিয়ে তাই থেমে ছিল স্টেডিয়ামটির নির্মাণ কাজ। পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে চিঠি দিয়ে দু’পক্ষকে আলোচনায় বসার কথা বলা হয়। অবশেষে সব জটিলতা কাটিয়ে ৩৭.৪৯ একর জমি দেওয়া হয় বিসিবিকে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official