অনলাইন ডেস্ক:
আমতলী থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে গাঁজা সম্রাট মহিউদ্দিন খা (২৪) কে ৭০০ গ্রাম গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী রিয়াজ (২৭) কে ২০ পিস ইয়াবাসহ শনিবার গভীর রাতে গ্রেফতার করেছে আমতলী থানা পুলিশ।
আমতলী থানার এসআই মাসুদের নেতৃত্বে এএসআই আমিরুল, কাইয়ুম, ছিদ্দিক, নজরুল বিশেষ অভিযান পরিচালনা করিয়া গাঁজা সম্রাট মহিউদ্দিন খা (২৪) পিতা মৃত জয়নাল খা সাং কুলাইরচর, হলদিয়া, আমতলি কে ৭০০ গ্রাম গাঁজাসহ দফাদারের ব্রীজ থেকে রাত ১২ টার সময় এবং অন্য অভিযানে ১০ পিস ইয়াবা সহ রিয়াজ (২৭) পিতা মোসলেম হাং সাং খোন্তাকাটা ৩ নং ওয়ার্ড থেকে রাত ১২.৩০টা এর সময় গ্রেপ্তার করা হয়।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আলাউদ্দিন মিলন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আমতলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
গ্রেফতার কৃতদের আজ রবিবার দুপুরে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।