এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক প্রচ্ছদ

উদ্ভট আচরণে বিমানে টেপ দিয়ে বেঁধে রাখা হলো নারীকে!

যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি বিবেচনা করে মার্কিন যুক্তরাষ্ট্রে এক নারী যাত্রীকে ফ্লাইটের ভেতর টেপ দিয়ে বেঁধে রাখার ঘটনা ঘটেছে। বুধবার একটি আমেরিকান এয়ারলাইন্স ফ্লাইটে ডালাস ফোর্ট ওর্থ থেকে শার্লোট যাওয়ার পথে এ ঘটনা ঘটে।

জানা যায়, বিমান উড্ডয়নের পরপরই হঠাৎ করে সেই যাত্রী তার আসন ছেড়ে সোজা ককপিটে চলে যান। শার্লিন স্যারিয়েন হ্যারিয়োট নামে ৩৬ বছর বয়সী সেই নারী ককপিটে যাওয়ার সময় ফ্লাইট অ্যাটেনডেন্টরা পেছনের সিটে বসে ছিলেন। এ সময়েই তাকে সামনে যেতে দেখে থামতে বলা হয়। নির্দেশনা অমান্য করে সেই নারী সামনে এগিয়ে গেলে তাকে তাড়া করে ধরে ফেলে ফ্লাইট অ্যাটেনডেন্টরা। এ সময় তিনি আরো অস্থির হয়ে ওঠেন এবং ফ্লাইট অ্যাটেনডেন্টদের আঘাত করতে উদ্যত হন।

এরপর তাকে ফ্লাইটেই বেঁধে রাখা হয়। এ সময় বিমানের সামনের দিকের প্রথম শ্রেণীর সিটে তাকে টেপ ব্যবহার করে শক্ত করে আটকে রাখা হয়। ফ্লাইটে আটকে রাখার সময়েও তিনি তিনজন ফ্লাইট অ্যাটেনডেন্টকে আহত করেন। এ ঘটনায় সেই নারীকে এফবিআইয়ের হাতে হস্তান্তর করা হয়েছে।

সূত্র : ফক্স নিউজ

সম্পর্কিত পোস্ট

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official