হুজাইফা রহমানঃ
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে উপস্থিত বক্তৃতায় প্রথম হলেন সাংবাদিক শেখ সুমন। চেতনা পরিষদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ শাখার আয়োজনে ও কলেজের মেধা বিকাশ কেন্দ্রের সহযোগীতায় ঘন্টাব্যাপী কুইজ প্রতিযোগীতা ও ক্যারিয়ার গঠন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মোঃ মাসুম বিল্লাহ্’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হারুণ অর রশিদ, ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মু. দেলাওয়ার হোসাইন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক মকবুলা আক্তার, বিশিষ্ট সংগঠক ও সাংবাদিক শেখ সুমন এবং সংগঠক পারভেজ হাসান।
সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রদের সৌম্য উপস্থিতিতে লটারির মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপর উপস্থিত বক্তিতা হয়। সেখানে সাংবাদিক শেখ সুমন অংশগ্রহণ করেন এবং লটারিতে তার বিষয় উঠে আসে, ভবিষ্যতে তিনি কি হতে চান? সাংবাদিক শেখ সুমন বলেন, “ভবিষত্যে আমি একজন প্রকৃত মানুষ হতে চাই। আমার মায়ের মুখে একমুঠো খাবার তুলে দিতে চাই। নিজে না খেয়ে হলেও রাস্তার পাশের অসহায় মানুষগুলোর মুখে খাবার তুলে দিতে চাই। আমি শেখ মুজিবের মতো হতে চাই। আমি জিয়াউর রহমানের মতো হতে চাই। এভারেষ্ট বিজয়ী এম এ মুহিত এর মতো হতে চাই।”
তার তেজদীপ্ত বক্তৃতা শেষে ছাত্র ছাত্রীদের করতালিতে মুখর হয়ে উঠে অনার্স ভবন। তার বক্তিতা শুনে উপস্থিত সকলেই আবেগপ্রবণ হয়ে পরেন। শিক্ষকরা তাকে বিশেষ ধন্যবাদ জানান। এবং তার এই ইচ্ছা আকাঙ্ক্ষা যেনো সবার মধ্যে থাকে সেজন্য সবার কাছে আহ্বান জানান।