হুজাইফা রহমানঃ
একুশে বইমেলা ২০১৮ তে নতুন প্রজন্মের ভিন্ন ধারার কাব্যগ্রন্থ এস. কে. লুনার সম্পাদনায় “কাব্যখেয়া”। দুই বাংলার প্রবীন কবিদের পাশাপাশি নবীন কবিদের ভিন্ন ধারার কবিতা নিয়ে কাব্যগ্রন্থটি আসছে। কাব্যগ্রন্থটিতে কবি নির্মলেন্দু গুন এর কবিতা থাকবে, ভারত-বাংলাদেশ দু’ দেশের কবির লেখা থাকবে, নবীন ও প্রবীনের সংমিশ্রিত লেখা থাকবে।
বিভিন্ন ধরনের কবিতা থাকায় ভিন্ন স্বাদ পাবে পাঠক। “কাব্যখেয়া” কাব্যগ্রন্থে যাদের লেখা থাকছেঃ কবি নির্মলেন্দু গুন, ইউসুফ মিয়াজী, ইয়াসিন হীরা, উৎপল সরকার, এইচ.এম.জুলহাস কিবরিয়া, এড. সিরাজ আহমেদ, এস.কে.লুনা, কামরুল আলম, কাজী মারুফ, জামান অহিদ, জোনাকি আক্তার, জাকারিয়া হোসাইন সাজিদ, নঈমুদ্দিন সেখ, নুরুন নাহার(বিপ্লবী), নাহিদা আক্তার, প্রণয় আচার্য্য, প্রবীর কুমার চৌধুরী, মাসুদ রানা মাসুদ, মোসাম্মৎ আফরোজা বেগম, মোঃ আবদুর রহমান, মিলি ইসলাম, মোঃ গোলাম রাব্বানী, মোহাম্মদ জয়নাল আবেদীন, মোঃ জিল্লুর রহমান, মুয়াজ বিন এনাম, মারুফ বিল্লাহ, রাহাত ভাই, লিমা ইসলাম, শফিক আমিন, শাহিদুল ইসলাম সাগর, শাহ জুনায়েদ, সাঈফ জামান, সনত বিশ্বাস ও হুজাইফা রহমান (মাতুব্বর)।