দূর্ঘটনা প্রচ্ছদএ যেন মৃত্যুপুরী by banglarmukh officialফেব্রুয়ারি ২১, ২০১৯০67 Share0 রাত তখন সাড়ে ৩টা। আগুন নেভাতে ব্যস্ত ফায়ার সার্ভিসের কর্মীরা। সকাল ৬টার দিকেও আগুনের লেলিহান দেখা যায়। আগুনে পুড়ে গেছে ঠেলাগাড়িপুড়েছে প্রাইভেট কার রাত ৩টার পর লাশ উদ্ধার শুরু করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ধ্বংসস্তূপ থেকে লাশ নিয়ে যাওয়া শুরু হয় তখন থেকেই।পুড়ে যাওয়া রিকশারাসায়নিক দোকানের সামনে পিকআপ পুড়ে গেছে।রিকশার প্যাডেল। পুড়ে যাওয়া ঠেলাগাড়ির নিচে পড়ে আছে রাসায়নিক সদৃশ উপাদান রিকশার পাশে পুড়ে যাওয়া স্যান্ডেল। ধ্বংসস্তূপে বডি স্প্রের কৌটা পড়ে থাকতে দেখা যায়। এই ডেকোরেটর অফিস থেকে সকালে কয়েকজনের লাশ উদ্ধার করা হয়। ওয়াহেদ ভবনে রাসায়নিক দোকানে পুড়ে গেছে রাসায়নিক সদৃশ উপাদান।