এপ্রিল ২৬, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা

ওয়ানডে সিরিজেও জয়ে শুরু আফগানিস্তানের

টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ। ওয়ানডে সিরিজে নিশ্চয়ই ঘুরে দাঁড়ানোর সংকল্প নিয়েই মাঠে নেমেছিল আয়ারল্যান্ড। তবে প্রথম ম্যাচে তাদের সে সুযোগ দিল না আফগানিস্তান। ভারতের দেহরাদুনে সিরিজের প্রথম ওয়ানডেটা তারা জিতেছে ৫ উইকেট আর ৪৯ বল হাতে রেখে।

বোলিং দিয়েই আয়ারল্যান্ডকে কোণঠাসা করে দিয়েছে আফগানিস্তান। দৌলত জাদরান-মুজিব উর রহমানদের তোপে ১৬২ রানেই গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। যদিও উইকেটে টিকে থাকার চেষ্টা যে তারা করেনি এমন নয়। এই ১৬২ রান করতেই ৪৯.৪ ওভার খেলেছে উইলিয়াম পোর্টারফিল্ডের দল।

১৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়লেও ওপেনার পল স্টার্লিং একাই টেনে নিয়েছেন দলকে। ইনিংসের ৪ বল বাকি থাকতে শেষ ব্যাটসম্যান হিসেবে তিনিই আউট হয়েছেন। আইরিশ ওপেনার ১৫০ বল মোকাবেলায় ৬ বাউন্ডারি আর ৩ ছক্কায় করেন ৮৯ রান।

এছাড়া আট নাম্বারে নামা জর্জ ডকরেলের ব্যাট থেকে আসে ৩৭ রান। বাকিদের কেউ দশের বেশি যেতে পারেননি। সাত ব্যাটসম্যান আউট হন দুই অংক ছোঁয়ার আগেই।

আফগানিস্তানের মুজিব উর রহমান ১০ ওভারে মাত্র ১৪ রান খরচ করে নেন ৩টি উইকেট। ৩ উইকেট পান দৌলত জাদরানও।

জবাব দিতে নেমে শুরুটা ভালো হলেও একটা সময় ১০৪ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে শঙ্কায় পড়ে গিয়েছিল আফগানিস্তান। তবে গুলবাদিন নাইবের ৪৬ রানে জয় পেতে কষ্ট হয়নি তাদের। ওপেনার মোহাম্মদ শাহজাদও করেন ৪৩ রান।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official