হুজাইফা রহমানঃ
রুপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১১৯ তম জন্মবার্ষিকী উপলক্ষে জীবনানন্দ সড়ক সংলগ্ন জীবনানন্দ মিলনায়তনে আড্ডা ধানসিড়ি বরিশাল থেকে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় ।
সকাল ১০ টায় আড্ডা ধানসিড়ি’র সম্পাদক অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের নেতৃত্বে উপস্থিত আড্ডার সদস্যগণ কবির প্রতিকৃতিতে ফুল দেন। এরপর অনুষ্ঠিত হয় কবি জীবনানন্দ দাশের জন্মদিন কে কেন্দ্র করে ধানসিড়ি’র বিশেষ আড্ডা (৬৪ তম)। আড্ডায় উপস্থিত আড্ডারুগণ স্বরচিত কবিতা পাঠ করেন এবং অধ্যাপক ড. মুহসিন উদ্দীন আড্ডারু ছোটন্দ্রনাথ চক্রবর্তী ও এ্যালেন সাইফুল জীবনানন্দ দাশ’র বই থেকে কবিতা পাঠ করেন।
এই আড্ডায় সিদ্ধান্ত নেওয়া হয় জীবনানন্দ দাশের প্রতিটি কবিতা নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনার। প্রথম কাজ হিসাবে কবির ‘ধূসর পান্ডুলিপি’ বইটি নির্ধারিত হয়েছে। এই কাজের প্রাথমিক দায়িত্ব অর্পণ করা হয়েছে আড্ডারু কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী’র উপর। বাংলাদেশের সাহিত্যাঙ্গণের বিভিন্ন ব্যক্তির বিশ্লেষণাত্মক আলোচনার মাধ্যমে এই প্রয়াসটি ধারাবাহিকভাবে এগিয়ে নেবার সিদ্ধান্ত নিয়েছে বরিশালের এই সাহিত্য আড্ডাটি।
এছাড়াও উপস্থিত ছিলেন আড্ডারু কবি শফিক আমিন, হুজাইফা রহমান ও উত্তরণ সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে বরিশালের জীবনানন্দ মেলায় ঢাকা থেকে আগত বরিশালের তরুন কবি এ্যালেন সাইফুল ও প্রিন্স হাসান।