হুজাইফা রহমান:
এক ঝাঁক তরুন কবি সাহিত্যিকদের নিয়ে কীর্তখোলার পাড়ে (ত্রিশ গোডাউন) উদযাপন করা হলো কবি ও কথা সাহিত্যিক শফিক আমিন এর জন্মদিন। বিকেল সাড়ে চারটায় সবুজ ঘাসের গালিচায় আসন করে বসে মোম জ্বেলে কেক কেটে উৎসব শুরু হয়। কেক খাওয়া শেষে কবি’র বন্ধু রাকিব হাসান বাদল সুমধুর কণ্ঠে একটি গান শোনাল।
তারপরেই তরুণ শিল্পী হুজাইফা রহমান শোনাল রবীন্দ্র সংগীত। ফাকে ফাকে রঙ্গ-তামাশায় মাতিয়ে রাখেন কবি আতিকুর রহমান হিমু। পুরো অনুষ্ঠান জুড়ে নিরব শ্রোতার ভূমিকায় ছিল কবি আবদুর রহমান। অনন্দকে খুব বেশী উজ্জীবিত করেন সাহিত্য প্রেমি শান্ত রয় ও মিসেস রয়। গোটা উৎসবকে ঘিরে স্থীর হাস্যোজ্জল মুখ নিয়ে মাথা উঁচু করে বসে ছিল কবি অনিন্দ্য দ্বীপ।
কবি ছোটন্দ্রনাথ চক্রবর্তী সদ্য মওলানার ভূমিকায় চাতুরতার শীর্ষে অবস্থান করেছে। যদিও মলানার ব্যপক প্রতাশার আংশিক অপূর্ণই থেকে গেছে। কবি লুনা আহমেদ একটা গান শোনাবার প্রস্তুতি নিয়ে সবাইকে কথার প্যাঁচে ভুলিয়ে রাখেন। সার্বক্ষণিক অনুষ্ঠানটি ধারণে ব্যস্ত ছিলেন সর্ব কণিষ্ঠ কবি হুজাইফা রহমান।
যদিও এ সবের মধ্যে সে পাঠ করে শুনিয়েছে কবি শফিক আমিন এর সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত। অতঃপর চা-চক্রের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয়।