অনলাইন ডেস্ক:
উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে অনুষ্ঠেয় ঝালকাঠির চারটি উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
বৃহস্পতিবার যাচাই-বাছাই শেষে ২ চেয়ারম্যান, ৮ ভাইস চেয়ারম্যান ও ২ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে।
বেলা ১১টার জেলা প্রশাসক কার্যালয়ের হল রুমে বাছাই শেষে এ ঘোষণা দেন নির্বাচনের রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ফরিদ উদ্দিন।
প্রার্থিতা বাতিল হওয়া ব্যক্তিরা হলেন- চেয়ারম্যান পদের প্রার্থী কাঁঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক (বিদ্রোহী) মো. তরুণ সিকদার, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল মিয়াজী, ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী মো. মাহমুদুল হক, মনিরুজ্জামান গোলদার, গৌতম চন্দ্র মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নাজমিন আক্তার, রাজাপুরের ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিয়া হায়দার খান, বর্তমান সভাপতি আহসান হাবিব রুবেল, উপজেলা তাঁতী লীগ সভাপতি জাহিদুল ইসলাম, উপজেলা যুবদল সভাপতি মো. জাকারিয়া সুমন, উপজেলা যুবলীগ সভাপতি মো. ফখরুল ইসলাম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব মহিলা লীগ সভানেত্রী নাসরিন আক্তার।
মনোনয়নপত্রে ত্রুটি থাকার কারণে তাদের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।