নিজস্ব প্রতিবেদক: কোনো জনপদের চিন্তাধারার প্রতিনিধি, কণ্ঠস্বর, বিবেকের অনুশাসন হিসেবে কবি, শিল্পী, সাহিত্যিক, সাংবাদিক সৃজনশীল প্রতিটি মানুষই ভূমিকা রাখেন। তেমনি একজন তরুন সাংবাদিক সময়ের সাহসী তরুন সাংবাদিক মোঃ জাহিদ।
দৈনিক সকালের বাংলাদেশ পত্রিকার ঝালকাঠি প্রতিনিধি ও WNN24.Tv ঝালকাঠি জেলা প্রতিনিধি এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল নির্ভীক সংবাদের ঝালকাঠি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তরুন সাংবাদিক
মোঃ জাহিদ এর আজ ২ ফেব্রুয়ারি শুভ জন্মদিন।
যেখানে অন্যায় অত্যাচার, অপরাধ, দুর্নীতি, দুঃশাসন সেখানেই নির্ভীক, সাহসী, এক সাংবাদিকের পদচারণ। যে কোন মূল্যেই তিনি তুলে নিয়ে আসবেন ঘটনার অন্তরালের মূল ঘটনা। অপরাধ ও অপরাধী যত গভীরেই থাকুক না কেন সেখান থেকেই তিনি তার চতুরতা, একনিষ্ঠ কর্মদক্ষতা দিয়ে টেনে বের করেন লুকানো সেইসব অপরাধীদের। তাদের মন্দ কাজের সকল আমলনামা। তুলে ধরেন দেশ ও জাতীর সম্মুখে। যিনি সত্যর সন্ধানে রত নির্ভীক সাংবাদিক, জীবনে সুখ বিলাস লোভে মোহ ত্যাগের প্রতীক। সহজ সরল জীবন ও অন্যায়ের বিরুদ্ধে জিহাদি। অপরাধ মুক্ত সমাজ প্রতিষ্ঠার অপ্রতিদন্ধি। অন্যায়ের সাথে কখনোই আপোষ করে না যিনি তিনি আর কেউ নয়। তিনি এ সময়ের প্রিয় প্রতিবাদী লেখক ও সাংবাদিক সকলের প্রিয় ব্যাক্তি মোঃ জাহিদ।
আজকের আকাশে অনেক তারা, দিন ছিল সূর্যে ভরা। আজকের জোসনাটা আরও সুন্দর,সন্ধ্যাটা আগুন লাগা। আজকের পৃথিবী তোমার জন্য, ভরে থাকা ভাল লাগা। মুখরিত হবে দিন গানে গানে, আগামীর সম্ভাবনা। আপনি এই দিনে পৃথিবীতে এসেছন তাই শুভেচ্ছা আপনাকে, তাই অনাগত খন হোক আরও সুন্দর উজ্জ্বল দিন কামনায়।
আজকের এই দিনে এক শুভ ক্ষণে ১৯৯৯ সালের ২ ফেব্রুয়ারি ঝালকাঠি সদর উপজেলার ১০ নং নথুল্লাবাদ ইউনিয়নের পিরন্ড গ্রামের শেখ বাড়ির এক সম্ভান্ত পরিবারে মায়ের কোল জুড়ে ভূমিষ্ঠ হয় এক নবজাতক শিশু।
আর সেই নবজাতক শিশুটি আজকের স্বনামধন্য লেখক ও সাংবাদিক তিনি সকলের প্রাণ প্রিয় এ সময়ের সাংবাদিকতায় ঝালকাঠির কয়েকজন সাংবাদিকের মধ্যে মোঃ জাহিদ নামটি বেশ পরিচিত।
সাংবাদিকতার শুরুটা ২০২০ সালে করেন তিনি। ছাত্রজীবন থেকেই বিভিন্ন পত্রিকায় লেখা লেখির সাথে সম্পৃক্ত ছিলেন তিনি। আর সেই থেকেই সাংবাদিকতার হাতেখড়ি পেয়েছিলেন আর পাশে ছিলেন অনুপ্রেরণায় গুনী সাংবাদিকগণের মধ্যে, সাংবাদিক আতাউর রহমান,অলোক শাহ্, মোঃরহিম রেজা, মোঃ রবিউল ইসলাম রবি ক্রাইম নিউজ টিভি সম্পাদক, দৈনিক জাতীয় মাতৃ জগত পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ হুমায়ুন কবির এর মতো অনেক সাংবাদিকেরা ।
তার জন্মদিনে বিভিন্ন জেলা-উপজেলার সাংবাদিকগণ তাকে শুভেচ্ছা জানিয়েছেন,
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন তরুণ উদ্যোক্তা এক সূত্রে জানা যায়“সেবা মূলক বেশ কয়একটি সংঘঠনের কাজ করে আসছে,সমাজের অসহায়,সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করেন ।
তরুন এই সাংবাদিকের, বাচন ভঙ্গি, শুদ্ধ উচ্চারণ, উত্তম চারিত্রিক গুণাবলী, ভদ্র, প্রাণবন্ত ও ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার সৃষ্টিশীলতা বা সঞ্জননই ক্ষমতা, যা হল মৌলিক ভাষিক এককগুলিকে সংযুক্ত করে অসীম সংখ্যক বৈধ বাক্য সৃষ্টির ক্ষমতা।
মোঃ জাহিদ জানান, তার প্রিয় রঙ নীল। খেতে ভালবাসেন দেশীয় যেকোনো খাবার। প্রিয় ফল আম। প্রিয় ফুল শিউলি,আর জবা। পছন্দের পোশাক জিন্স-টি শার্ট ও পায়জামা-পাঞ্জাবী। প্রিয় লেখক কাজী নজরুল ইসলাম,হুমায়ন আজাদ,শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, হুমায়ুন আহমেদ, রবীন্দ্রনাথ ঠাকুর
ঘুরে বেড়াতে প্রচন্ড ভালোবাসেন।
জন্মদিনের পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এখন সাধারণত কর্মস্থলেও জন্মদিনের আয়োজন থাকে। আর সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে আড্ডা।
ব্যক্তিগত জীবনে অবিবাহিত । সবসময় ইতিবাচক মানসিকতা পোষণ করেন এই লেখক ও সাংবাদিক। অল্প বয়সে এতো এতো সাফল্যের পেছনের সূত্র মনে করেন ‘ইতিবাচক থাকা’কে। দেশকে নিয়ে প্রচন্ড আশাবাদী তিনি। সমৃদ্ধ এবং উন্নত এক দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্ন।