হুজাইফা রহমানঃ
থাইল্যান্ড থেকে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড পেলো বাংলাদেশের শফিক ব্যালেট্রুপ। থাইল্যান্ড এ সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে ২৫ জানুয়ারি ২০১৮ইং হতে ২য় SICE 2018 নামে আন্তর্জাতিক ফোক ফেস্টিভ্যাল ২০১৮ সুরিন থাইল্যান্ডে ইউরোপ ও এশিয়া মিলে মোট ১৪ টি দেশের মোট ১৬ টি গ্রুপ অংশ নেয়।
বাংলাদেশ হতে অংশ নেয় (শফিক ব্যালেট্রুপ) নামের একটি নাচের দল। সেখানে এস.আই শফিক এর নির্দেশনায় বাংলাদেশ হতে একটি মাত্র দল এই ফেস্টিভ্যালে পর পর ৩য় বারের মতো অংশগ্রহন করে আসছে। এতে বাংলাদেশের টিম লিডার, কোরিওগ্রাফার ও ডেলিগেট হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস.আই শফিক। এবং এবার ১৬ টি গ্রুপের মধ্যে বেস্ট পপুলার ডান্স এওয়ার্ড ২০১৮ পেয়ে শফিক ব্যালেট্রুপ বাংলাদেশের জন্য গৌরব এনে দিয়েছে।
নৃত্যে বৃত্ত ভাঙো এই শ্লোগানকে ধারণ করে শুদ্ধ সংস্কৃতি, দেশ ও আন্তর্জাতিক অঙ্গনে ছড়িয়ে দেয়ার লক্ষ নিয়ে শফিক ব্যালেট্রুপ নামে ২০১৪ সালে বাংলাদেশের উদীয়মান তরুণ নৃত্য শিল্পী এস. আই শফিক একটি নৃত্য সংগঠন প্রতিষ্ঠা করেন। ২০১৪ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থার আয়োজনে শফিক ব্যালেট্রুপ দুটি জাতীয় পদক পায়। এবং ২০১৭ সালে আবারো দুটি জাতীয় পুরষ্কার পায় বাংলাদেশের তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাত থেকে।
২০১৬ তে প্রথম আন্তর্জাতিক অঙ্গনে পা দেয় থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রনে। এবং ২০ টি দেশের মধ্যে শফিক ব্যালেট্রুপ বেস্ট ন্যারেটিভ ডান্স এওয়ার্ড পায় থাইল্যান্ড হতে আন্তর্জাতিক অঙ্গনে। এরই ধারাবাহিকতায় ২০১৭ তে আবারো ২য় বারের মতো থাইল্যান্ড আসার সুযোগ পায় শফিক ব্যালেট্রুপ। তখন ১৪ টি দেশের মধ্যে বেস্ট লাইভলিস্ট ডান্স এওয়ার্ড পায়। এবং ২০১৮ তে ৩য় বারের মতো থাইল্যান্ড সুরিন রাজাভাট ইউনিভার্সিটির আমন্ত্রন পায় শফিক ব্যালেট্রুপ। সেখানে ১৬ দেশের মধ্যে বেস্ট পুপুলার ডান্স এওয়ার্ড পায়। এছাড়াও নিজ দেশে ছোট বড় অনেক অনুষ্ঠানে সুনামের সহিত কাজ করছে শফিক ব্যালেট্রুপ।