এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ফুটবল

দি মারিয়ার গোলে সেমিতে পিএসজি

নেইমার, এদিনসন কাভানি নেই চোটের কারণে। বিশ্রামে কিলিয়ান এমবাপ্পে। প্যারিস সেন্ত জার্মেইর তারকাত্রয়ীর অনুপস্থিতির দিনে জ্বলে উঠলেন আনহেল দি মারিয়া। উয়েফা চ্যাম্পিয়নস লিগে, ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে শেষ ষোলোর প্রথম লেগটা প্যারিসবাসীরা জিতেছিল দি মারিয়ার দারুণ নৈপুণ্যেই।

ফ্রেঞ্চ কাপেও কোয়ার্টার ফাইনালে দিজোঁর বিপক্ষে পিএসজির ৩-০ গোলের জয়ে জোড়া গোল দি মারিয়ার। ম্যাচের অষ্টম মিনিটেই দি মারিয়া গোল করে এগিয়ে দেন দলকে, ২৮ মিনিটে করেন দ্বিতীয় গোল। ৭৬ মিনিটে থোমাস ম্যুনিয়েরের গোলে স্কোরলাইন হয় ৩-০। পিএসজি কোচ টমাস ট্যুশেল পঞ্চমুখ দুই আর্জেন্টাইনের প্রশংসায়, তাঁরা হচ্ছেন দি মারিয়া ও লিয়ানদ্রো পারাদেস, ‘পারদেস প্রথমার্ধে দারুণ খেলেছে। সে এমন একজন যে নিখুঁত পাস দিতে পারে।’ আর দি মারিয়াকে নিয়ে কোচের মন্তব্য, ‘দি মারিয়া ফুটবলের জন্য একটা উপহার। রিয়ালকে সে চ্যাম্পিয়নস লিগ জিতিয়েছে, সেই খেলা আমি দেখেছি। তখন থেকেই আমি তার ভক্ত।

ইংল্যান্ডে, প্রিমিয়ার লিগে লিস্টারশায়ার ২-১ গোলে হারিয়েছে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিওনকে। লিস্টার নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে ব্রেন্ডন রজার্সকে। সদ্য দায়িত্বপ্রাপ্ত কোচ গ্যালারি থেকে দেখেছেন নতুন শিষ্যদের জয়। স্কটিশ ক্লাব গ্লাসগো রেঞ্জার্সের কোচ ছিলেন রজার্স, তার আগে তিন মৌসুম ছিলেন লিভারপুলের কোচের দায়িত্বে। গিলফি সিগুর্ডসনের জোড়া গোলে এভারটন ৩-০ গোলে হারিয়েছে কার্ডিফ সিটিকে। নিউক্যাসল ২-০ গোলে হারিয়েছে বার্নলিকে আর হাডার্সফিল্ড ১-০ গোলে জিতেছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে। ইতালিয়ান কাপে গোলশূন্য ড্র করেছে লািসও-এসি মিলান।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official