এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
প্রচ্ছদ বরিশাল শিক্ষাঙ্গন

বরিশালের ইতিহাসে বানারীপাড়া ডিগ্রী কলেজে প্রথম নারী অধ্যক্ষ আফরোজা বেগম

বেগম রোকেয়া ও সুফিয়া কামালের পদাঙ্ক অনুসরণ করে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশজুড়ে নারী জাগরণের ধারাবাহিকতায় এবার বানারীপাড়া ডিগ্রী কলেজে নারী অধ্যক্ষ হিসেবে মোসাম্মৎ আফরোজা বেগম যোগদান করেছেন।

রোববার তিনি শুধু বানারীপাড়ায় নয় গোটা বরিশালের ইতিহাসে ডিগ্রী কলেজে একমাত্র ও প্রথম নারী অধ্যক্ষ হিসেবে বানারীপাড়া ডিগ্রী কলেজে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেছেন।তার যোগদান উপলক্ষে জাতীয় বিশ^বিদ্যালয়ের প্রতিনিধি শিক্ষানুরাগী সদস্য বানারীপাড়া পৌরসভার মেয়র ও বরিশাল জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল সহ কলেজ গর্ভনিং বডির সদস্য ও শিক্ষক-কর্মচারী]বৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক আবু জাহের,শাহে আলম হাওলাদার,বিনোদ বিহারী হালদার ও বিউটি মজুমদার,প্রভাষক ও পৌর কাউন্সিলর এমাম হোসেন,প্রভাষক কামরুল হাসান ও গোলাম সরোয়ার,গর্ভনিং বডির শিক্ষানুরাগী সদস্য জাহিদ হোসেন জুয়েল,অভিভাবক সদস্য আলতাফ হোসেন,দিলীপ কুমার দাস শিবু ও আ. সালাম,পৌর আওয়ামীলীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক সুমম রায় সুমন,সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথ,স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,সৃজন বন্ধু সংঘের সভাপতি ডা. সাগর চন্দ্র শীল প্রমূখ।

প্রসঙ্গত কলেজ গর্ভনিং বডির সভাপতি ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস এমপি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য ওয়াহিদুজ্জামান চান,উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ গোলাম ফারুক,পৌরসভার মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা সম্পাদক এ্যাডভোকেট মাওলাদ হোসেন সানার উপস্থিতিতে অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার মাধ্যমে ১২ জন প্রার্থীর মধ্য থেকে মেধাবী মোসাম্মৎ আফরোজা বেগম অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official

জাতিসংঘ মহাসচিব ঢাকায়

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official