24 C
Dhaka
ফেব্রুয়ারি ৭, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রশাসন বরিশাল

বরিশালে এনজিওর ঋণের চাপে চা দোকানির আত্মহত্যা

নিউজ ডেস্ক:

বরিশালের গৌরনদীতে এনজিওর ঋণের চাপে খোকন বেপারী (৪৫) নামের এক চা দোকানি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল বাজারে এ আত্মহত্যার ঘটনা ঘটে।

নিহত খোকন বেপারী কালকিনি উপজেলার ডাসার থানাধীণ দক্ষিণ ভাউতলী গ্রামের মৃত আবুল কাশেম বেপারীর ছেলে। এ ব্যাপারে গৌরনদী মডেল থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

নিহতের সহোদর ছোট ভাই রোকন বেপারী বলেন, আমার বড় ভাই খোকন বেপারী গত ৩০ বছর ধরে গৌরনদী উপজেলার মেদাকুল বাজারে চায়ের ব্যবসা করে আসছিলেন। ভাই ৪/৫টি এনজিওর কাছ থেকে অতিরিক্ত সুদে ঋণ নেন।

এতে খোকন ৫/৬ লাখ টাকার দেনায় জড়িয়ে পড়েন। ফলে এনজিওর সুদাসল টাকা পরিশোধ করতে না পারায় ওই এনজিওর প্রতিনিধি ও সুদী কারবারিরা ভাইকে চাপ দিচ্ছিলেন। এ কারণে শুক্রবার রাতে ভাই দোকানের আঁড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

গৌরনদী থানার এসআই আবুল বাশার জানান, এনজিওর ঋণের ও সুদী কারবারিদের সুদের টাকার চাপে খোকন বেপারী আত্মহত্যা করেছেন। রাত সাড়ে ১১টার দিকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই রোকন বেপারী বাদী হয়ে রাতেই থানায় একটি ইউডি মামলা করেছেন।

ময়নাতদন্তের জন্য খোকনের মৃতদেহ শনিবার সকালে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত পোস্ট

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নাই: আইজিপি

banglarmukh official

১২ পুলিশ সুপারকে বদলি

banglarmukh official

মামলা বাণিজ্যে জড়িত থাকার অভিযোগে এসআই প্রত্যাহার

banglarmukh official

পুলিশ ক্লিয়ারেন্সে অসন্তুষ্ট ৪৪.৯ শতাংশ মানুষ

banglarmukh official