অনলাইন ডেস্ক:
বরিশালের গৌরনদীতে গলায় কলা আটকে শিথী দত্ত নামের দুই বছরের এক কন্যাশিশুর মৃত্যু হয়েছে।
সোমবার রাতে উপজেলার পশ্চিম বার্থী গ্রামের দত্ত বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত শিথী দত্ত উপজেলার পশ্চিম বার্থী গ্রামের দিনমজুর নারায়ণ চন্দ্র দত্তের মেয়ে।
মৃত শিথী দত্তের বাবা নারায়ণ চন্দ্র দত্ত বলেন, সোমবার রাত ৮টার দিকে ঘুম থেকে জেগে নিজেই একটি সবরি কলা খেতে শুরু করে। একপর্যায়ে কলার একাংশ তার (শিথীর) গলায় আটকে যায়। এতে মেয়েটি দম বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক শিথীকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।