জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০১৮ উপলক্ষে বরিশালে গত ২৬শে ফেব্রুয়ারি হয়ে গেল ৩৯তম জাতিয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলা।
মেলায় বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয়,ক্ষুদে বিজ্ঞানিদের তৈরি প্রজেক্ট, বিতর্ক, উপস্থিত বক্তিতা,সাইন্স অলেম্পিয়াড। সিনিয়র গ্রুপে উপস্থিত বক্তিতায় প্রথম স্থান অধিকার করে সরকারি বরিশাল মডেল স্কুল এন্ড কলেজের ছাত্র মোঃ আবু সুফিয়ান শেখ।
বিতর্কে জুনিয়র দলে চ্যাম্পিয়ন হয় উদয়ন মাধ্যমিক বিদ্যালয়।সিনিয়র গ্রুপে অমৃত লালদে মহাবিদ্যালয়। সমাপনি পর্যায় পুরুস্কার বিতরন করেন, সমাপনি পর্যায়ের প্রধান অতিথি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের প্রধান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বস্থ্য কর্মকর্তা ,সভাপতি ছিলেন উপজেলা নির্বাহি অফিসার হুমায়ুন কবির।