অনলাইন ডেস্ক:
পহেলা বসন্ত। ঋতুরাজ বসন্তের প্রথম দিন। প্রকৃতি সেঁজেছে অপরূপ সাঁজে। এই দিনটিকে স্মরণীয় করে রাখতে বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছে বরিশালের ঐহিত্যবাহী সরকারী মহিলা কলেজ। বাসন্তি সাঁজে সেঁজে নাচ, গান, আবৃত্তি, র্যাম্প মডেলিং ও রম্য সংবাদ পাঠ সহ নানা আয়োজনে বসন্ত বরণ করেছে বরিশাল সরকারী মহিলা কলেজের শিক্ষার্থীরা।
বুধবার সকাল সাড়ে টায় সরকারী মহিলা কলেজের বকুল আলোকায়ন মঞ্চে বসন্ত উৎসবের উদ্ধোধন করেন কলেজ অধ্যক্ষ প্রফেসর আব্দুল মোতালেব হাওলাদার।

বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক ও স্বজনদের উপস্থিতিতে মঞ্চ মাতিয়ে রাখেন শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আগতরা বসন্তের রঙে মনটাকে রাঙিয়ে আগামী দিনে পথ চলতে চায়। তারা বাসন্তি রঙে জীবনটাকে রঙ্গিন করতে চায়।
সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মোতালেব হাওলাদার জানান, শিক্ষার্থীরা পড়াশোনা করতে করতে এক ঘেয়ে হয়ে যায়। তাদের বিনোদনের জন্য সরকারী মহিলা কলেজে বসন্ত উৎসব আয়োজন একটি ঐহিত্য। মূলত এই আয়োজনের মধ্য দিয়ে শিক্ষার্থীদের মনটাকে রাঙিয়ে তোলার চেষ্টা করা হয়। তারা আগামী দিনে পড়াশোনায় আরও মনযোগী হওয়ার পাশাপাশি সু-মানুষ হিসেবে গড়ে উঠেতে পারে সেজন্যই এই আয়োজন করার কথা জানান কলেজ অধ্যক্ষ।

সরকারী মহিলা কলেজ ছাড়াও বিএম কলেজে ব্যাপক উৎসাহে বসন্ত বরণ অনুষ্ঠিত হয়।
এছাড়া বিকেলে নগরীর কালীবাড়ি রোডের সারস্বত স্কুল এন্ড কলেজ মাঠে উদীচী ও বরিশাল নাটক এবং বঙ্গবন্ধু উদ্যানে জেলা শিল্পকলা একাডেমী পৃথক বসন্ত বরণ উৎসবের আয়োজন করে।