এপ্রিল ২৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
আন্তর্জাতিক ক্রিকেট খেলাধুলা

বাংলাদেশে আইপিএলের ম্যাচ অনুষ্ঠিত হওয়া নিয়ে মুখ খুললো বিসিবি

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসন্ন আসরের সূচী এখনো হয়নি চূড়ান্ত। আগামী এপ্রিল-মে মাসে ভারতের লোকসভা নির্বাচন চলাকালে আইপিএলের দ্বাদশ সংস্করন আয়োজন নিয়ে উদ্বিগ্ন আইপিএল গভর্নিং কাউন্সিল।

সে কারনেই বিপিএলের ৩ ভেন্যুতে আইপিএলের অন্তত ১৩-১৪টি ম্যাচ বাংলাদেশে আয়োজনের সম্ভাবনা জানিয়ে ভারতের গনমাধ্যম সংবাদ প্রকাশ করেছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি এবং আইসিসি’র বর্তমান সভাপতি শশাংক মনোহরের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে এমন কারনই খুঁজেছে বেশ কিছু গণমাধ্যম।

২৪ মে থেকে ওয়ার্ল্ড কাপ ক্রিকেটের ওয়ার্ম আপ ম্যাচের সূচী ঘোষিত হওয়ায় তার আগে আইপিএল সম্পন্ন করার তাড়া থাকায় বেশ ক’টি ম্যাচ প্রতিবেশি দেশে আয়োজনের কথা ভাবছে গভর্নিং কাউন্সিল। বাংলাদেশে বিপিএল জনপ্রিয় হওয়ায় বিপিএল উত্তর আইপিএল আয়োজনের সম্ভাব্যতাও দেখছে তারা। তবে গনমাধ্যমে প্রকাশিত এই সংবাদটিকে রীতিমতো উড়ো খবর বলে উল্লেখ করেছেন বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, ‘আইসিসি সভাপতি এসেছেন আমাদের আমন্ত্রনে বিপিএল ফাইনাল দেখতে। উনি এখন তো আর বিসিসিআই’র কেউ নন, উনি আইসিসি’র প্রধান কর্তা। তাই আইপিএল নিয়ে ওনার সাথে কোন আলাপ হওয়ার সুযোগ দেখছি না। এখানে এসে উনি কখন কোথায় যাবেন, তার একটা চার্ট আছে আমাদের কাছে।

এর আগেও একবার বাংলাদেশে আইপিএলের সম্ভাবনার খবর দিয়ে গনমাধ্যমে এসেছে খবর। সেবারও ভারতের লোকসভা নির্বাচনের কারনে তৃতীয় দেশে অনুষ্ঠিত হয়েছিল আইপিএল। তবে বাংলাদেশে নয়, আসরটি বসেছিল দক্ষিন আফ্রিকায়।

উল্লেখ্য, বুধবার সন্ধ্যায় ভারত থেকে বিশেষ বিমানে (চাটার্ড বিমান) ঢাকায় এসেছেন বর্তমান আইসিসি চেয়ারম্যান এবং সাবেক বিসিসিআই সভাপতি শশাঙ্ক মনোহর। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিসিসিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিশেষজ্ঞ কিউরেটররা। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠকে বসবেন মনোহর ও তার সহযোগিরা। ৮ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন এবং বিপিএল ষষ্ঠ আসরের ফাইনাল ম্যাচ উপভোগ করবেন। পরে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে যাবেন তারা।

সম্পর্কিত পোস্ট

দিল্লির ঘরে ঘরে জ্বর!

banglarmukh official

পাকিস্তানে ট্রেনে জিম্মি দেড় শতাধিক যাত্রী উদ্ধার, ২৭ সন্ত্রাসী নিহত

banglarmukh official

পাকিস্তানে যাত্রীবাহী ট্রেন হাইজ্যাক, জিম্মি শতাধিক

banglarmukh official

আইসিইউ থেকে পালালেন ‘কোমা’য় থাকা রোগী, হাসপাতালের ভয়ঙ্কর জালিয়াতি ফাঁস

banglarmukh official

গাজা দখলের যে কোনো প্রচেষ্টা প্রতিহত করতে হবে: তুরস্ক

banglarmukh official

মালয়েশিয়ায় বিনোদন কেন্দ্র থেকে বাংলাদেশিসহ আটক ৮০

banglarmukh official