23 C
Dhaka
নভেম্বর ২২, ২০২৪
Bangla Online News Banglarmukh24.com
ক্যাম্পাস খেলাধুলা জাতীয়

বাংলাদেশ ক্রিকেট দল হ্যামিল্টন পৌঁছেছে

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি খেলতে হ্যামিল্টন পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টেস্ট। আগামী ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে প্রথম ম্যাচ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

টেস্ট সিরিজের আগে ক্রাইস্টচার্চের লিঙ্কনে একটি দুই দিনের প্রস্তুতিমূলক ম্যাচ খেলে টাইগাররা। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে ওই ম্যাচে ভালোই ব্যাটিং অনুশীলন করে ব্যাটসম্যানরা। প্রথম দিনেই রান ওঠে ৪৪১। কিন্তু দ্বিতীয় দিন বৃষ্টির কারণে মাত্র ১২ ওভার বোলিং করার সুযোগ পায় বোলাররা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়।

ক্রাইস্টচার্চের প্রস্তুতি ম্যাচ শেষে আজ দুপুরে হ্যামিল্টনে পৌঁছায় বাংলাদেশ দল। এখানে এর আগে দুটি টেস্ট খেলেছে টাইগাররা। সিডন পার্কে দুটি টেস্টেই বড় ব্যবধানে হারতে হয়েছে। ২০০১ সালে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে ইনিংস ও ৫২ রানে হারে টাইগাররা। এরপর ২০১০ সালের সফরে একমাত্র টেস্টে পরাজিত হয় ১২১ রানে।

সিরিজের বাকী দুই টেস্ট হবে ৮ ও ১৬ মার্চ যথাক্রমে ওয়েলিংটন এবং ক্রাইস্টচার্চে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় ভোর ৪টা থেকে।

সম্পর্কিত পোস্ট

কুরআনের আয়াত পোস্টের সঙ্গে ২ ছবি শেয়ার, কী বার্তা দিলেন আসিফ নজরুল

banglarmukh official

সেনাকুঞ্জে খালেদা জিয়াকে সম্মান জানানোয় গোটা জাতি আনন্দিত

banglarmukh official

অবরুদ্ধ পেট্রোবাংলা, ভেতরে আটকা শত শত কর্মকর্তা

banglarmukh official

গরুর মাংসের দাম এখনও নাগালের বাইরে: ফরিদা আখতার

banglarmukh official

কুইক রেন্টালে দায়মুক্তি অবৈধ: হাইকোর্ট

banglarmukh official

শহিদি মিছিলে যুক্ত হলেন আরও এক শিক্ষার্থী

banglarmukh official