মাহামুদ হাসান:
বরিশালের বাকেরগঞ্জউপজেলার কলসকাঠী ইউনিয়নের একটি খাল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার দুপুরে ইউনিয়নের দেউরি খাল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
মৃত আঃরহিম গাজী (৪২) ইউনিয়নের গুড়িয়া গ্রামের আঃচান গাজীর ছেলে। স্থানীয় সূত্রেজানাগেছে, রহিম গাজী মাদকে আসক্ত ছিলেন। পাশাপাশি সে গত কয়েকদিন ধরে নিঁখোজওরয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বাড়ি সংলগ্ন ওই খালের সাঁকো পাড় হতে গিয়েখালে পড়ে ডুবে মারা যান তিনি।
তবে বিষয়টি খতিয়ে দেখা হবে জানান বাকেরগঞ্জ থানারভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাসুদুজ্জামান। তিনি জানান, মৃতদেহের সূরতহাল শেষে ময়নাতদন্তেরজন্য মর্গে পাঠানো হবে।