নিউজ ডেস্ক:
প্রতারণার মাধ্যমে ২৮ লাখ ৬৪ হাজার ৯৪৪ টাকা আত্মসাতের অভিযোগে বিএম কলেজের, অবৈধ অস্থায়ী কর্মপরিষধের সাবেক জিএস নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
রববিার (২৪ ফেব্রুয়ারী) বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে হিজলা উপজেলার বড় জালিয়া এলাকার মৃত আঃ সামাদ সরদারের ছেলে মোঃ মিজানুর রহমান বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
আদালতের বিচারক মোঃ কবির উদ্দিন প্রামানিক মামলাটি আমলে নিয়ে আসামী নাহিদ সেরনিয়াবাতের বিরুদ্ধের সমন ইস্যু জারির নির্দেশ দেন।
আদালতের বরাত দিয়ে বেঞ্চ-সহকারী মোঃ সাখাওয়াত হোসেন জানান, বাদীর সাথে নাহিদ সেরনিয়াবাতের ব্যবসায়ীক ভাবে পরিচয়। সেই সুবাদে বাদীকে হিজলা ডিগ্রি কলেজের ১ কোটি ৩০ লাখ টাকার কাজটি দেয়া কথা বলে ১১ লাখ টাকা আত্মসাতের উদ্দেশে গ্রহণ করেন। একইভাবে প্রতারণার মাধ্যমে ৮ লাখ ২১ হাজার ৭৮৪ টাকা, ৫ লাখ ৪৩ হাজার ১৬০ টাকা এবং ৪ লাখসহ মোট ২৮ লাখ ৬৪ হাজার ৯৪৪ টাকা আত্মসাত করেন।
পরে টাকা দেই দিচ্ছি বলে ঘুরাইতে থাকে। এ ঘটনায় ৩ ফেব্রুয়ারী বাদী আসামী নাহিদ সেরনিয়াবাত বরাবর আইনী নোটিশ প্রেরণ করেণ। আসামী আইনী নোটিশের কোন জবাব দেন নাই।
গত ২২ ফেব্রুয়ারী বিএম কলেজের সামনে দেখা হলে,পাওনা টাকা চাইলে আসামী সাবেক জিএস নাহিদ সেরনিয়াবাতের তা অস্বীকার করেন।
এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে রবিবার মামলাটি দায়ের করেণ।