এপ্রিল ২০, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
বরিশাল সাহিত্য পাতা

বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের ৩৮ তম পাঠক আড্ডা অনুষ্ঠিত

হুজাইফা রহমানঃ

সম্পূর্ন ভিন্ন ধাচে সম্পন্ন হলো বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের ৩৮ তম পাঠক আড্ডা। উন্মুক্ত এই পাঠক আড্ডায় যোগ দিতে বিকাল তিনটায় পূর্ব নির্ধারিত বিষয় নিয়ে কথা বলতে সরকারি ব্রজমোহন কলেজ প্রাঙ্গনে হাজির হন পাঠকগণ। উপরে আকাশ নিয়ে ঘাসের বিছানায় বসে যায় আড্ডা।

আড্ডার শুরুতেই বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র, বরিশালের সহ-সমন্বয়কারী জনাব ছোটন্দ্রনাথ চক্রবর্তী ১৯৫২ সনে মহান ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল জানা অজানা শহীদদের পূন্যস্মৃতিকে স্মরণ করে আড্ডা শুরু করেন।

আড্ডায় উপস্থিত ওয়েব প্রোটাল বাংলার মুখ টুয়েন্টিফোর ডটকম এর বার্তা সম্পাদক জনাব শেখ সুমন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত তার অনুভূতি প্রকাশ করেন। কোটালিপাড়ায় জন্ম নেওয়া এই পাঠক তার দাদার মুখ থেকে শোনা বঙ্গবন্ধুর স্মৃতি কথা উপস্থাপন করেন।

ইংরেজী সাহিত্যের শক্তিমান লেখক ডি.এইচ লরেন্স কে নিয়ে আলোচনা করেন পাঠক অমল সাওজাল। এরপর একে একে পাঠক নজরুল ইসলাম জীবনানন্দ দাশ, হাছনাঈন তুহিন সুনীল গঙ্গোপাধ্যায়, হুজাইফা রহমান কাজী নজরুল ইসলাম, পারভেজ হোসেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং ছোটন্দ্রনাথ চক্রবর্তী হুমায়ূন আহমেদ কে নিয়ে কথা বলেন।

পাঠক শশাঙ্ক বিশ্বাস খ্যাতিমান বিজ্ঞানী নিকোলা টেরসার অসাধারণ কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। আড্ডায় আরো উপস্থিত ছিলেন পাঠক অদিতি দাশ, তৌফিক ওমর ও প্রসেনজিৎ।

পরে পাঠচক্রের সহ-সমন্বয়কারী জনাব ছোটন্দ্রনাথ চক্রবর্তী সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে বিকাল ৫.৩০ এ আড্ডার সমাপ্তি ঘোষণা করেন।

উল্লেখ্য, বিশ্বসাহিত্য কেন্দ্র পাঠচক্র বরিশাল শহরে আলোকিত মানুষ গড়ার প্রত্যয় নিয়ে নিয়মিত পাঠচক্র ও নানাবিধ সৃজনশীল কর্মসূচী’র মাধ্যমে কাজ করে যাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম পুলিশের বসত ঘরে ভাংচুর

banglarmukh official

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

বরিশালে দুর্ঘটনায় নিহত ২

banglarmukh official

রমজানে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে বরিশাল

banglarmukh official

বরিশাল বিমানবন্দর থানার মঙ্গল হাটা গ্রামে মৎস্য খামারের মালিক কে মিথ্যে চাঁদাবাজি মামলায় ফাঁসিয়ে মৎস্য খামার দখল

banglarmukh official

বরিশালে আদালতের তলবে ক্ষমা চেয়ে রেহাই পেলেন ওসি, শোকজের মুখে তদন্ত কর্মকর্তা

banglarmukh official