সমাধান দিয়েছে ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা
প্রশ্ন : মসজিদের দ্বিতীয়বার জামাত করার সময়ও কি ইকামত দিতে হবে?
—কামরুল হাসান, খলিফাপাড়া, উপশহর, রংপুর।
উত্তর : যেসব মসজিদের ইমাম-মুয়াজ্জিন নির্ধারিত নেই সেখানে প্রত্যেক জামাতের মধ্যেই ইকামত দেবে। আর সেসব মসজিদের নির্ধারিত ইমাম-মুয়াজ্জিন আছে, সেখানে দ্বিতীয় জামাত করা মাকরূহ। তথাপি কেউ যদি দ্বিতীয় জামাত করে, তখন ইকামত দেবে না।
সূত্র : রদ্দুল মুহতার : ১/৩৯৫, আফ কে মাসায়েল আউর উনকা হল : ৩/৩১৪, আহসানুল ফাতাওয়া : ১০/২৯৩