25 C
Dhaka
ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
দূর্ঘটনা প্রচ্ছদ

মাদারীপুরে জুট মিলে ভয়াবহ আগুন

মাদারীপুর টিবি ক্লিনিক এলাকায় হায়দার কাজী জুট মিল প্রাইভেট লিমিটেডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার বিকেলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিকেলে লাগা আগুন এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। এতে কয়েক কোটি টাকা ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী, ফায়ার সার্ভিস ও মিল কর্তৃপক্ষ সূত্র জানা যায়, বিকেলে মিলের গোডাউন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত মিলের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মাদারীপুর ও শরীয়তপুর ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ফায়ার সার্ভিস, স্থানীয় ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

জুট মিলের পরিচালক কাজী মোক্তার জানান, আগুনে মিলে থাকা প্রায় দেড় লাখ মন পাট, প্রায় শতাধিক মেশিন ও ৩টি গোডাউন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

পুলিশ সুপার মো. সরোয়ার হোসেন জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষার জন্য কাজ করছে পুলিশ।

সম্পর্কিত পোস্ট

সচিবালয়ে আগুনের ঘটনা তদন্তে ৭ সদস্যের কমিটি গঠন

banglarmukh official

সারা দেশে ২৫টি ক্যাডারের কর্মকর্তাদের কর্মবিরতি

banglarmukh official

জাহাজে ডাকাতিতে বাধা দেওয়ায় হত্যা করা হয় ৭ জনকে

banglarmukh official

আগামীকাল শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারির তথ্য সংগ্রহ

banglarmukh official

যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত থাকার আহ্বান সেনাপ্রধানের

banglarmukh official

বরিশাল বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগ চেয়ে শিক্ষার্থীদের আল্টিমেটাম

banglarmukh official