১৭ জানুয়ারির পর ২১ জানুয়ারি ‘মুখোশ’ মুক্তি দিতে চেয়েছিলেন পরিচালক ইফতেখার শুভ ৷ করোনার সংক্রমন বেড়ে যাওয়ায় প্রথমবার মোশাররফ করিম-পরীমনির পর্দা রসায়ন দেখার সুযোগ হলো না তখন ৷ এখন আবার করোনার সংক্রমন কমতে শুরু করেছে ৷ প্রেক্ষাগৃহেও নতুন ছবি মুক্তি পেতে শুরু করেছে ৷
তাই দেরি না করে ছবি মুক্তির নতুন তারিখ নির্ধারণ করলেন পারিচালক ৷ ৪ মার্চ মুক্তি পাবে সরকারি অনুদান পাওয়া ছবিটি ৷
পরিচালক-প্রযোজক ইফতেখার শুভ বলেন, ‘যে হারে করোনা সংক্রমনের হার কমছে, এ মাসের শেষে ৫ শতাংশের নিচে নেমে আসবে। সেই হিসাব করেই ছবি মুক্তির তারিখ চূড়ান্ত করেছি। তার আগে ১৮ ফেব্রুয়ারি প্রকাশ করব ট্রেলার ৷’
ইফতেখার শুভর প্রথম ফিচার ফিল্ম ‘মুখোশ’ ৷ নিজের লেখা উপন্যাস ‘পেজ নাম্বার ৪৪’ অবলম্বনে নির্মাণ করেছেন ছবিটি ৷
‘মুখোশ’-এ মোশাররফ করিম, পরীমনি ছাড়াও অভিনয় করেছেন জিয়াউল রোশান, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, প্রাণ রায়, ফারুক আহমেদ, রাশেদ মামুন অপু, তারেক স্বপন, এলিনা শাম্মি, অলংকার চৌধুরী প্রমুখ ৷