দেশব্যাপী চুরি ছিনতাই ধর্ষণরোধে আইনশৃঙ্খলা বাহিনী সক্রিয় ভূমিকায় রয়েছে দাবি করে পুলিশ কমিশনার শফিকুল ইসলাম জানিয়েছেন, রমজান মাসে বরিশাল নগরী চার স্তরের নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে। চাঁদাবাজি রুখতে যৌথবাহিনী নিয়মিত অভিযান পরিচালনা করবে। পাশাপাশি শহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশ সক্রিয়ভাবে কাজ করবে। চুরি ছিনতাই রোধে নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসানো হবে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় বিএমপি পুলিশ কমিশনার এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ঈদযাত্রায় জনগণের কোনো ধরনের ভোগান্তি যাতে না হয় সেই বিষয়টি নিয়ে আমরা কাজ করছি।
নগরীতে মাদকের বিস্তার বাড়ছে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার বলেন, ঈদকে কেন্দ্র করে শুধু মাদক নয়, প্রতারক চক্র, জাল টাকার বাণিজ্যসহ বিভিন্ন অপরাধীরা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। তবে বরিশাল নগরীতে কোনো অপরাধীর ঠাঁই হবে না বলেও জানান তিনি।
এ সময় বরিশালের বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।