রাকিব সিকদার :
সম্প্রতি এসএসসি পরীক্ষায় নকল বা যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে উপজেলার কেন্দ্রে সিসি ক্যামেরার ব্যাবহার করে দারুন প্রশংসিত হয়েছেন জনাব আব্দুল্লাহ আল মাহমুদ জামান।
পটুয়াখালী জেলার বাউফল উপজেলার নির্বাহী অফিসার জনাব আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। শিক্ষায় প্রযুক্তি ব্যবহার করে সফলতা পাওয়ায় পটুয়াখালীর মাননীয় জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান ইউএনও আব্দুল্লাহ আল মাহমুদ জামানকে শ্রেষ্ঠ অফিসার হিসেবে ঘোষনা করেন।
জেলা প্রশাসকের ঘোষনার পরই খবর ছড়িয়ে পড়লে বাউফলবাসীর মধ্যে আনন্দ, উৎসাহ বিরাজ করছে। ভালো কাজে ভালো ফল বাস্তবতার কথা এখন উপজেলার সব শ্রেনি পেশার মানুষের মুখে মুখে। ভবিষ্যতে ইউএনও মহোদয় আরো নতুন নতুন চমকপ্রদ কাজের দ্বারা উচ্চ আসনলাভ করবেন বলে সকলেই প্রত্যাশা করছেন ।