অনলাইন ডেস্ক:
টাঙ্গাইল পৌরসভার সন্তোষে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও ধর্ষণের দৃশ্য ভিডিও করার অভিযোগে সোহেল রানা (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার সকালে র্যাবের একটি আভিযানিক দল সন্তোষ মাদারকোল এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
গ্রেফতার সোহেল রানা সন্তোষ মাদারকোল এলাকার সামাদ মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল র্যাব-১২,সিপিসি-৩ এর কোম্পানি ও অপারেশন কমান্ডার মেজর মো. হাসান আরাফাত জানান, সোমবার (২৫ ফেব্রুয়ারি) পৌর শহরের সন্তোষ মাদারকোল এলাকার বাসিন্দা ও ধর্ষিতার বাবা ধর্ষণ ও ভিডিও ধারণের অভিযোগে টাঙ্গাইল মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনসহ পর্ণোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে দায়ের করেন। মামলার প্রধান আসামি সোহেল রানাকে (১৯) মঙ্গলবার সকালে সন্তোষ মাদারকোল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তবে মামলার অপর আসামি ও সহযোগী সুজন পলাতক থাকায় তাকে গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে, গ্রেফতার সোহেল রানা ধর্ষণসহ ভিডিও ধারণের কথা স্বীকার করেছেন বলেও জানান র্যাব কমান্ডার।