31 C
Dhaka
এপ্রিল ২৩, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
ইসলাম ধর্ম

ওজুতে যে কাজগুলো মোস্তাহাব

ইবাদতের জন্য পবিত্রতা অর্জন তথা ওজু করা ফরজ। ওজুতে ৪টি কাজ ফরজের পাশাপাশি রয়েছে বেশ কিছু ওয়াজিব ও সুন্নাত কাজ। এর বাইরেও ওজুকারীর জন্য রয়েছে কিছু গুরুত্বপূর্ণ মোস্তাহাব কাজ। এ মোস্তাহাব কাজগুলো পালনের গুরুত্বও অত্যাধিক।

ওজুকারীর জন্য মোস্তাহাব কাজগুলো হলো-
> পবিত্রতা অর্জনে (ওজুর) নিয়ত করা
ইমাম আজম ওজুতে নিয়ত করাকে সুন্নাত বলেছেন। কিন্তু ইমাম শাফেঈ রহমাতুল্লাহি আলাইহি এর মতে ওজুর নিয়ত করা ফরজ তথা আবশ্যক।

> সম্পূর্ণ মাথা মাসেহ করা
এটা হচ্ছে সুন্নাত। ইমাম শাফেঈ বলেন, সুন্নাত হলো নতুন পানি দ্বারা আলাদা আলাদা ৩ বার মাসেহ করা। ওজুতে মাথা মাসেহ করা ফরজ। আর বারবার মাসেহ করলে তা ধোয়াতেই পরিণত হয়ে যায়। তখন আর মাসেহ থাকে না।

> ওজুতে ধারাবাহিকতা রক্ষা
আল্লাহ তাআলা ওজু যেভাবে করতে বলেছেন সেভাবে শুরু করে প্রতিটি অঙ্গ ধোয়ায় তারতিব রক্ষা করা। ইমাম শাফেঈ’র মতে ওজুতে ধারাবাহিকতা রক্ষা করা ফরজ।

> ডান দিক থেকে শুরু করা
ডান দিক থেকে ওজু শুরু করা উত্তম। কেননা আল্লাহ তাআলা সব ভালো কাজের বিষয়ে ডান দিক থেকে শুরু করা পছন্দ করেন। এমনকি জুতা পরিধান ও চুল আঁচড়ানোর ক্ষেত্রেও।

ওজুর ক্ষেত্রে উল্লেখিত কাজগুলো যথাযথভাবে আদায় করা মোস্তাহাব। যা পালনে রয়েছে অনেক সাওয়াব ও ফজিলত।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে ওজুর ফরজ, ওয়াজিব ও সুন্নাতের সঙ্গে সঙ্গে মোস্তাহাব কাজগুলো যথাযথভাবে আদায় করার তাওফিক দান করুন।

আমিন।

সম্পর্কিত পোস্ট

রোজা রেখে আতর-পারফিউম ব্যবহার করা যাবে?

banglarmukh official

গর্ভবতী নারীর রোজার মাসয়ালা

banglarmukh official

তারাবির নামাজ ছুটে গেলে করণীয়

banglarmukh official

রোজা অবস্থায় কি দাঁত ব্রাশ করা যাবে?

banglarmukh official

চাঁদ দেখা গেছে, সৌদি আরবে রোজা শুরু শনিবার

banglarmukh official

শাবান মাসে কত তারিখ পর্যন্ত রোজা রাখা যাবে

banglarmukh official