স্টাফ রিপোর্টার//
দীর্ঘ ৮ বছর পর ২৮ ফেব্রুয়ারি পটুয়াখালী পৌরসভা নির্বাচন হতে যাচ্ছে। শহরজুড়ে শেষ মুহূর্তের প্রচার চলছে। নির্বাচনে কাউন্সিলর পদে ৪৩, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ এবং মেয়র পদে ৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৬ বর্গ কিলোমিটার আয়তনের পটুয়াখালী পৌরসভায় ৯টি ওয়ার্ডে মোট ভোটার ৪৫ হাজার ১শ’৭৭ জন। সবশেষ পটুয়াখালী পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১১ সালের ১৩ জানুয়ারি। ২০১৬ সালে মেয়াদপূর্তি হলেও সীমানা বাড়ানো ও মামলা জটিলতায় আটকে যায় নির্বাচন। নির্ধারিত সময়েরও তিন বছর পর এবার পৌর নির্বাচন হচ্ছে।
সমস্যা বিবেচনায় নিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি দিচ্ছেন বলে জানিয়েছেন মেয়র প্রার্থী ডা.শফিকুল ইসলাম, আওয়ামীলীগ প্রার্থী কাজী আলমগীর হোসেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী মহিউদ্দিন আহমেদ।
নির্বাচন সংশ্লিষ্টরা বলছেন সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছে রিটর্নিং অফিসার ও জেলা নির্বাচন অফিসার জিয়াউর রহমান খলিফা।
দীর্ঘ সময় পর নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় বাড়তি আগ্রহ রয়েছে ভোটারদের।