এপ্রিল ২৪, ২০২৫
Bangla Online News Banglarmukh24.com
জাতীয় নির্বাচন প্রচ্ছদ রাজণীতি

নারী সাংসদের তালিকা চূড়ান্ত করেছেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের নারী সংসদ সদস্য মনােনয়ন বাের্ডের সভা হবে আগামীকাল। আগামীকাল শুক্রবার বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংসদীয় মনােনয়ন বাের্ডের এই সভা অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলাে বলছে, এখানে ব্যক্তিগত সাক্ষাৎকার হবে না। মনােনয়ন প্রত্যাশী সবাইকে একসঙ্গে ডাকা হবে।

তবে আওয়ামী লীগের যারা মনােনয়ন চেয়েছেন তাদের সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। এদের মধ্যে অন্তত দুইজন একসময় জাতীয়তাবাদী ছাত্রদলের সক্রিয় সদস্য ছিলেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পক্ষে বক্তব্য ও বিবৃতি দিয়েছিলেন। মনােনয়ন প্রত্যাশীদের মধ্যে বেশ কয়েকজন জামাত থেকে এসেছেন। এরা সবাই একসময় জামাতের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং ২০১০ সালের পর আওয়ামী লীগে যােগদান করেছেন। এছাড়াও তারেক জিয়া ও হাওয়া ভবনের ঘনিষ্ঠ। কয়েকজনও এবার আওয়ামী লীগের মনােনয়ন চেয়েছেন। গােয়েন্দা সংস্থা এদের রিপাের্ট প্রধানমন্ত্রীর কাছে দিয়েছে। এবং মনােনয়ন বাছাইয়ের ক্ষেত্রে এরা তালিকা থেকে বাদ পড়েছেন।

আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলাে বলছে, সর্বশেষ ৫০-৭৫ জনের একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করা হয়েছে। এদের মধ্য থেকেই চূড়ান্ত প্রার্থীদের তালিকা তৈরি করা হবে। তবে আওয়ামী লীগের অন্য একটি সূত্র বলছে, যে ৪৩ জন নারী সাংসদকে আওয়ামী লীগ মনােনয়ন দেবে তাদের তালিকা প্রধানমন্ত্রী আজই চূড়ান্ত করে ফেলেছেন। এর আগে গােয়েন্দা ছাড়পত্র পাওয়া ১২০ জনের তালিকা প্রধানমন্ত্রীর কাছে দেয়া হয়েছিল। সেখান থেকে বাছাই করে প্রধানমন্ত্রী প্রার্থীদের তালিকা চূড়ান্ত করে ফেলেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

এবার তালিকায় নতুন মুখ বেশি থাকছে। একইসঙ্গে ২১ আগস্ট গ্রেনেড হামলায় যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন, ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন তারাও প্রাধান্য পাচ্ছে।

সম্পর্কিত পোস্ট

এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ উপহার দিলো ছাত্রদল

banglarmukh official

আইন-বিধি মেনে কাজের গতি বাড়ানোর তাগিদ

banglarmukh official

আছিয়া ধর্ষণ ও হত্যার বিচার ৭ দিনের মধ্যে শুরু হবে: আইন উপদেষ্টা

banglarmukh official

শুক্রবার কক্সবাজার যাচ্ছেন প্রধান উপদেষ্টা ও জাতিসংঘ মহাসচিব

banglarmukh official

শিশু আছিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক, দ্রুত বিচার নিশ্চিতের নির্দেশ

banglarmukh official

মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশু মারা গেছে

banglarmukh official