অনলাইন ডেস্ক:
গাড়িতে উঠে গেছেন সাকিব আল হাসান। কিন্তু আবারও গাড়ি থেকে নামলেন সাকিব। উদ্দেশ্য এক ভক্তের আবদার মেটানো।
গ্রাম থেকে আসা এক ভক্ত সাকিবের সাথে দেখা করতে চান। এই কথা শুনে গাড়ি থেকে পুনরায় নামলেন সাকিব।
আবেগের বশে সেই ভক্ত সাকিবের পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে সাকিব বলেন.. আরে সালাম করো কেন। এরপর তার কাঁধে হাত রেখে তার সাথে ছবি তুলেন সাকিব। পরে গাড়িতে উঠে যান তিনি।
ছবি তুলতে আসা ছেলেটির বাড়ি কোথায় জিজ্ঞাস করলে সে বলে, তার বাড়ি ফরিদপুর। সাকিবের সাথে ছবি তুলতে পেড়ে কেমন লাগছে, এটা জিজ্ঞাস করলে সে বলে, ভাষায় প্রকাশ করার মত না।